বুধবার, ১৮ মে, ২০১৬

চোখ


চোখ
- যাযাবর জীবন

চোখ মেললেই চোখে চোখ
নেশাগ্রস্ত আমি;
লাল টিপে তোকে বড্ড মানায়
চুমুর কাঁটা নাকফুলটা
আজ না হয় ঠোঁটটা থাক
আয় হৃদয় মেলি
আয় ভালোবাসি।

ডাগর তোর চোখ
নেশাগ্রস্ত আমি;
চোখ মেললো চুমুর স্পর্শে
যেন দুটি কফির পেয়ালা
চুমুক দিতেই লবণ
এত কান্না চোখের ভেতরে!
আমায় কোথায় রাখবি রে?



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন