জোয়ার ভাটা
- যাযাবর জীবন
কে জানি খুঁজছে আমায়, দূরে কোথাও বসে
আমি জানি, খুব ভালো করেই জানি;
ওখানে ভালোবাসার টান উঠলেই
এখানে ভাটার টান সাগর জলে
ওখানে কান্না দমকে উঠলেই
এখানটা ভেসে যায় জোয়ারে;
আমি সব বুঝেও বালি হয়ে পড়ে আছি বালিয়াড়ি দেশে
কখনো ডুবে কখনো ভেসে
জোয়ার ভাটা হতেই থাকবে পৃথিবী যতদিন আছে
মনে ও সাগরে;
বালির কি এসে যায়? জোয়ার কিংবা ভাটাতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন