তোর-আমার ভালোবাসার গল্প
- যাযাবর জীবন
ভালো লাগাটা খুব সোজা
যখন তখন যাকে তাকে
চোখের দেখায় প্রতিদিন;
ভালোবাসাটা একটু কঠিন
যখন তখন যাকে তাকে
মন'তো নয় ইচ্ছের অধীন;
ভুলে যাওয়াটা প্রায় অসম্ভব
মনের মানুষ'কে
মন যখন ভালোবাসায় বিলীন;
সময় লাগে নি তোকে ভালো লাগতে
কিছু সময় লেগেছিল ভালোবাসতে
ভুলে যাওয়া? সে না হয় থাকুক অভিধানে'তে;
তুই হয়তো একটু বেশীই ভালোবেসেছিলি
আমি না হয় তোর থেকে না হয় একটু অল্প
এই তো শাশ্বত প্রেমিক প্রেমিকার গতানুগতিক ভালোবাসার গল্প;
আজ তোকে একটু ভালোবাসতে ইচ্ছে হলো
ছুঁয়ে দেয়ার ইচ্ছেও মনে এলো বেশী কিংবা অল্প
তাই না হয় আঁকলামই একটুখানি তোর-আমার ভালোবাসার গল্প;
ভালো লাগা প্রেম নয়
প্রেম মানে ছুঁয়ে থাকা নয়
ভালোবাসার অনুভব অসীম;
আমি তো'তে ছিলেম, তো'তে আছি
থাকব তো'তে হয়ে লীন;
বেঁচে থাকার প্রতিদিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন