বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬

মনকলা



মনকলা
- যাযাবর জীবন

মনকলা সবাই খায়
আমি আপনি, তুই তুমি; সবাই।
কেও ছড়ি বেড় হওয়ার আগেই কেটে ফেলে
কেও খায় থোর হিসাবে
কারো পছন্দ কাঁচা কলা
কেও খায় রঙ ধরলে
পাকা কলা সবাই খায়, যে যেখানে পায়;
মনকলার গাছ রোপণ স্বপ্ন দেখায়
কেও স্বপ্ন কেটে ফেলে শুরুতে
কারো ঘুম ভাঙে কাঁচাস্বপ্নে
খুব অল্প মানুষই আছে পাকা কলা খায়, স্বপ্নের বাস্তবায়নে
আর বাকিরা হা হুতাশ করে;

স্বপ্ন দেখতে মানা নেই কারো, যদি তা হয় বাস্তবমুখী
আর না হলে ঘুম ভাঙাই শ্রেয়, সময়োপযোগী;
মনকলা খাওয়াতে মানা নেই, যদি তা কারো ক্ষতির কারণ না হয়
আর না হলে নিজের পেটখারাপ আর অন্যের মাথাখারাপ, মনকলায়;
কেও বোঝে
কেও হোঁচট খায়,
কেও হোঁচট খেয়ে পড়ে যায়
কেও বার বার দাঁড়ায় কলার আশায়,
কলা ঝুলতে থাকে স্বপ্নের গাছে;

মনকলা খায় না কে?
যার মন আছে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন