মন বৃষ্টি
- যাযাবর জীবন
মনটা রাত হতেই আকাশ অন্ধকার
মন চাঁদ হতেই তুই চাঁদনি
সূর্যের ঘুম ভাঙে তুই এলে
স্বপ্ন ঢলে পরে নিদ্রার কোলে;
দিনের মন খারাপ হলে মেঘ
তুই কাঁদলেই বৃষ্টি
তোর কথা মনে হলেই মনখারাপ
একি অনাসৃষ্টি!
তুই কাঁদছিস তাই বৃষ্টির ধুম
মন অন্ধকার হতেই রাত নিঝুম
পানির রঙ মিশে যায় অন্ধকারে
ভিজে যায় স্বপ্ন ধুয়ে যায় ঘুম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন