বুধবার, ১১ মে, ২০১৬

মনের ডাকবাক্স



মনের ডাকবাক্স
- যাযাবর জীবন

অনেকগুলো কথা জমে আছে
মনের ডাকবাক্সে
চিঠি হওয়ার অপেক্ষায়;
অনেক দিন চিঠি লেখা হয় নি তোকে
পরুক না যত ধুলো মনের আয়নায়
মরচে পরে কি কখনো ভালোবাসায়?

অনেক দিন না দেখতে দেখতে কিছু ধুলো হয়তো জমেছে স্মৃতিতে
তাতে কি হয়েছে?
সূর্য উঠলেই কুয়াশা সরে যায়
চাঁদ উঠলেই চাঁদনি
ধুলো সরে তুই
কাছে রই আর দূরে রই
স্বপ্ন হয়ে তোর চোখেতে রই
কান্না হয়ে তোর মনেতে রই
তোর চোখে রাত নামলেই আমি গুটিসুটি তোর বুকে শুই
আমি অনুভবে খুব ভালো জানি
আমি তোর আত্মায় জড়িয়ে রই।

কে বলে চোখের আড়াল মনের আড়াল হয়?
তবে তোকে মনে পড়লেই কেন বুকে কষ্ট কথা কয়?
তোকে চিঠি লিখতে ইচ্ছে হয়
ভালোবাসার বলা আর না বলা সব কথাগুলো বুকেতে গুমরে রয়
মনের ডাকবাক্স উপচে পড়ে
তো'তে আর তো'তেই
তোর কথা মনে হতেই।

আজ মাত্র চাঁদের পঞ্চমী দিন
আকাশে চাঁদনি দেখব আরো দশ দিন পরে
মনের আকাশে চাঁদনি প্রতিদিন।

কত কথা যে জমে আছে
মনের ডাকবাক্সে
চিঠি হওয়ার অপেক্ষায়;
ভালোবেসে তোকে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন