শনিবার, ৭ মে, ২০১৬

কাব্যভ্রম


কাব্যভ্রম
- যাযাবর জীবন

আজকাল কি দেখতে যে কি দেখি কে জানে?
নিমিষে পালটায় দৃশ্যপট দেখার আগে
চোখেরও হয়েছে যেন দৃষ্টিভ্রম
শুধু ওলোটপালট দেখে
না হলে তোর চোখে'র সরল ভালোবাসা
কেন দেখি নি আগে?

আজকাল কি বুঝতে যে কি বুঝি, কে জানে?
নিমিষে পালটায় দৃশ্যপট বোঝার আগে
মনেরও মনে হয় ধরেছে ভীমরতিতে
না হলে মন কেন সব উল্টো বোঝে?
তোর সহজ সরল ভালোবাসা
তাই হয়তো বুঝতে পারি নি আগে।

আসলে সব দোষ পোড়া কলমটার
দৃষ্টিভ্রমে কাব্যভ্রম এঁকে গেছে
কবিতায় মতিভ্রম লিখতে গিয়ে,
তারপর ভালোবাসাটাই ভেঙ্গে দিয়েছে
এলোমেলো লেখার ঘায়ে;

এখন আর প্রেম নেই কোথাও,
আমার ভুল করে
তোর ভুল ভেবে;
মাঝখানে অনেকগুলো কবিতা,
কান্নার।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন