বুধবার, ২৫ মে, ২০১৬

গল্প গল্প খেলা



গল্প গল্প খেলা
- যাযাবর জীবন

একটি গল্প বলি শোন -
কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী দুজন
মানসিকতায় ফারাক তাদের যোজন যোজন
একজন দেশের উত্তর সীমান্তে অন্যজনের দক্ষিণে বাস
শহরে পড়তে এসেছে মনে তাঁদের অনেক আশ
একই ক্লাসে অধ্যয়নের সূত্রে পরিচয়
প্রথমে কথা টুকিটাকি তারপর দিনভর
বই দিয়ে শুরু
তারপর প্রেমের পৃষ্ঠা উলটানো
প্রেম খুঁজতে খুঁজতে দেহতে পৌঁছানো
যৌবনের তাড়না
তারপর বিছানা
ধ্যেৎ! নিত্যদিন-কার একই গল্প বলে শেষ করা যাবে না।

অন্য গল্প বলি -
একটা মেয়ে ছিল স্বামী সোহাগী
ঘর ভরা সন্তান সন্ততি
আর প্রেম ভরা মন
তবুও যেন কি এক শূন্যতা যখন তখন;
একটা ছেলের প্রেমে পড়লো খুব সহসাই
তারপর ওলোটপালট জীবন
ভালো লাগা আর না লাগার মাঝে দোদুল্যমান
দিন রাত্রির সর্বক্ষণ,
কি জানি আছে, কি জানি নেই
ক্ষণে ভালো লাগে ঐ ক্ষণে অস্থির এই
শরীর এখানে তো মন পড়ে থাকে ওখানে
স্বামী জড়িয়ে ধরে তো কাম ভেজা হয় তাঁকে ভেবে
জীবনটাই যেন কেমন কেমন
শুধু তার সাথে কথা বললেই ভিজে যায় মন
যখন তখন
নাহ, থাক
এ তো আজকাল ঘটছে হরহামেশাই
এর কথাও বলব না আজ, বরং অন্য কোন গল্পে বেড়াই।

একটি ছেলে ছিল কথা বলতো প্রচুর
ইতং বিতং আবশ্যক অনাবশ্যক
একটি মেয়ের সাথে দেখা হলো
ভালো লাগলো
তারপর কথার ফুলঝুরি থামতেই চায় না
কে কি বলছে কিছুই যায় আসে না,
কোথাও আসর বসেছে তো
তাকিয়ে আছে মেয়েটির দিকে লোক সমুখে
কথার ফুলকি ফুটছে নিজের মুখে,
একা হলে তো কথাই নেই
হাঁ করে তাকায় না যদিও তবুও চোরা চোখে বুক দেখে
কথার বিরাম নেই তার মুখে
আর একটু পর পর বাথরুমে ছোটে
জাঙ্গিয়াটা বড্ড ভেজা ভেজা ঠেকে;
নাহ, এ গল্প থাক।

এক গ্রামে এক ছেলে ছিল
ডানপিটে, দুরন্ত
তিন বাড়ি পর এক মেয়ে ছিল
সুন্দরী, দেহে বাড়ন্ত,
প্রায়ই চোখাচোখি হত দুজনার
তারপর কদিন একটু ইঙ্গিত ইশারা
তারপর ভালোলাগা, টুকরো টুকরো কথা বলা
বেশ ভালোই চলছিল;
কোন এক বৃষ্টির দিনে ছেলেটি অনেক ভাবাবেগে
মেয়েটিকে বললো, তোমায় ভালোবাসি,
মেয়েটি ফিক করে হেসে দিয়ে বললো
ঝোপের আড়ালে যাওয়ার সময় হয় নি এখনো
তারপর...... আরে নাহ, এ গল্পও বলা যাবে না।

আসলে কোন প্রেমের গল্পই শেষ হয় না
প্রেম মানেই বিছানা
প্রেম মানেই কাম
যতদিন যৌবন থাকে
শরীরে শরীরের টান;
তারপর চামড়া যেই না বয়সের স্পর্শ পায়
ঘুমঘোরে হাতটা পাশবালিশটার ওপারে চলে যায়
অনুভব পেতে অতি পরিচিত স্পর্শের
আছে, কেও তো আছে পাশে;
শরীরে শরীর কাম নয়, নির্ভরতার স্পর্শ
শুধু জড়িয়ে থাকার জন্য দেহ নয়,অনুভব আত্মায় আত্মায়;
কাওকে পাশে দরকার হয়
শুধু কাম নয়, ভালোবাসার জন্য।

স্বামীর জন্য স্ত্রী আর স্ত্রীর জন্য স্বামী
ভালোবাসার ডিকশনারিতে এর থেকে কি আছে দামী?




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন