সোমবার, ৯ মে, ২০১৬

আগে ও এখন



আগে ও এখন
- যাযাবর জীবন

কোন এক সময় মোহাচ্ছন্ন ছিলাম সুন্দরী রমণীতে
এখন সাজুগুজু সেলফির বাহার দেখতে দেখতে ক্লান্ত দু-চোখ
চোখের বড্ড সাধ জাগে গোসলের পর তাঁদের চেহারা দেখবার, একবার;

এক সময় স্বপ্নে দেখতাম পরী নেমে এসেছে ঘরের বৌ হয়ে
এখন পরীদের হাট বসে ভার্চুয়াল জুড়ে, হরেদরে
আজকাল পরী বড্ড পানসে লাগে;

কখনো হয়তো ভালোবাসতাম কাওকে, মন দিয়ে
এখন নিত্যই ভালোবাসার কেনাবেচা দেখি
ভার্চুয়ালের মাঠে;

আগে ভাবতাম, আহা! কি সুন্দরী সব নারী পথেঘাটে
চোখ চেয়ে থাকতো চলমান সুন্দরীর পানে
জীবন বুঝিয়েছে, নারী সুন্দর হয় মনে;

পরী'রা গল্পেই ভালো
দাদী নানীর মুখে
ওলোটপালট জীবন, বাস্তবে পরী ঘরে এলে;

আগে স্বপ্ন দেখতাম জীবন নিয়ে
এখন স্বপ্নের বিকিকিনি দেখি
স্বার্থের হাটে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন