শুক্রবার, ১৩ মে, ২০১৬

তোর জন্য ভালোবাসা



তোর জন্য ভালোবাসা
- যাযাবর জীবন

কেন ভালোবাসিস আমায়?
কেন আমাকেই ভালোবাসতে হয় তোকে?
বিমর্ষ লাল আকাশ দেখিসনি কখনো দিনের মৃত্যুর আগে?
আমার গায়েও রঙ লেগেছে
ছোপ ছোপ লালচে আভা জেগেছে;
অন্ধকার'কে ভালোবাসলে মনে রাত্রি নামে
আমার জীবন সন্ধ্যে হয়ে গেছে
ছোপ ছোপ লালচে আভা জেগেছে দেহে;

তুই চাঁদ হ
তুই জ্যোৎস্না হ
রাত্রি হোস না কখনো,
দিনের মৃত্যুতে রাতের জন্ম
আমায় ভালোবেসে তুই কেবলই রাত্রি;

তুই দিন হ
তুই সূর্য হ
অন্ধকার হোস না কখনো
আমায় ভালোবাসলেই মনে কষ্ট
তোর ভালোবাসার মৃত্যু হোক; নতুন সূর্যে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন