নিয়ন্ত্রণ
- যাযাবর জীবন
চোখ থাকলেই দেখতে হয় না
তাকাতে হয় না হ্যাংলার মত
না হয় কিছু উদলা হয়েই থাকে শরীর
গরমে কিংবা ফ্যাশনে;
আরে চোখেরও তো লজ্জা আছে
কেন তাকাবে চোখ, খোলা শরীর পানে?
মন থাকলেই মজতে হয় না
প্রেমের হাতছানি ইতিউতি হেথা
না হয় গরমটা পড়েছে খুব বেশী
ঘেমে নেয়ে একাকার, মনে ও কামে;
মনের রাশ টেনে ধরতে হয় শক্ত হাতে
কেন মজবে মন, যত্রতত্র প্রেমের টানে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন