মঙ্গলবার, ১৭ মে, ২০১৬

প্রেমের একাল ওকাল



প্রেমের একাল ওকাল
- যাযাবর জীবন

মনে পাক ধরতেই প্রেম
প্রেম পাকতেই কাম
শরীর মিটতেই ঘাম
তারপর বড্ড পানসে
গৎবাঁধা একঘেয়ে প্রেমিক বদল
একের পর এক প্রেম
আর ক্লান্ত বিছানায় নিত্য শুকোয় ঘাম।

প্রথমে ভালোবাসা ছিল, মন ঝরতো
আজ কান্না ঝরে গালে
শুরুটা বড্ড মধুর ছিল আমাদের
এখন কেন চোখ ঝরে বিচ্ছেদের কালে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন