অস্বচ্ছ ভালোবাসা
- যাযাবর জীবন
ঘষা কাঁচের মতই অস্বচ্ছতা তোর ভালোবাসায়
অস্বচ্ছ ভালোবাসার ধরণ
মন থাকলে হতেই পারে হতে যখন তখন
মন খারাপের কারণ,
মন কাঁদলেই প্রেম হয় না
চোখ কাঁদলে দৃষ্টি ঝাপসা
অস্বচ্ছতা ভালোবাসায়, ঝাপসা যখন দৃষ্টিভঙ্গি
মনের সাথে অনুভূতি, লেপ্টে থাকে অঙ্গাঙ্গী;
যখন তখন প্রেমের কথা বলিস না
মন যখন ঝাপসা
অশ্রু কিংবা দহনে
কারণ আর অকারণে;
অস্বচ্ছ ভালোবাসা হৃদয়ে দাগ কাটে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন