জ্যোৎস্নার ঘ্রাণ
- আহসানুল হক
রাতের কিছু সৌন্দর্য আছে
সৌন্দর্য আছে কিছু চাঁদের
কিছু সৌন্দর্য তারার মেলার
অন্ধকার উপভোগ করে ক'জনা?
জ্যোৎস্নার সৌন্দর্যের কথা সবাই বলে
আমি উপভোগ করি অমাবস্যা
ঘুটঘুটে অন্ধকারে মিটিমিটি তারা
উপভোগ করে খুব অল্প ক'জনা ;
রাতের সৌন্দর্য শহরে কোথায়?
চারিদিকে নিয়ম আলো
কৃত্রিম আলোতে ভাসে চারিধার
আমার লাগেনা ভালো;
টিমটিমে কুপির আলোতে
অন্ধকার উপভোগ্য গ্রামে
আর যদি চাঁদনি রাত হয়!
চারিদিক ভাসে জ্যোৎস্নার ঘ্রাণে।
#কবিতা
জ্যোৎস্নার ঘ্রাণ
- আহসানুল হক
১৩ জানুয়ারি, ২০২৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন