শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

মোবাইল জীবন

 মোবাইল জীবন 

 - মোঃ আহসানুল হক 


আজকাল মোবাইল ফোন আমাদের জীবনেরই অংশ হয়ে গেছে, 

ভোর বেলায় ঘুম ভাঙে মোবাইল এলার্মে 

 - ক'জনার বাসায় এখন এলার্ম ঘড়ি আছে?  

আগে ঘুম থেকে উঠেই ঘড়ি দেখতাম 

 - অফিসের কি দেরি হয়ে গেছে? 

 - দুপুরে লাঞ্চের সময় কাটতো ঘড়ি ধরে

 - অফিস থেকে বের হওয়ার আগে ঘন ঘন চোখ চলে যেত ঘড়িতে,  

আজকাল সময় দেখি মোবাইল স্ক্রিনে 

 - ঘড়ির দিন প্রায় উঠেই গেছে, 

আগে প্রত্যেকের হাতে দামি কিংবা কম দামি একটা ঘড়ি শোভা পেতই 

 - আজকাল বেশিরভাগ মানুষের হাত খালিই থাকে 

 - ঘড়ির ক্বচিৎ কদাচিৎ ব্যবহার আজকাল ফ্যাশন করে, তাও ব্রান্ড প্রদর্শনে; 


আগে আমাদের অবসর সময়গুলো কাটতো 

 - খেলাধুলোয় 

 - ফ্যামিলিকে সময় দেয়ায়

 - আত্মীয়-স্বজনের সাথে সৌহার্দপূর্ণ সাক্ষাৎকারে 

 - বন্ধু-বান্ধবের সাথে আড্ডায় বসলে তো উঠানোই যেতো না,  

 

আজকাল সময় কাটে মোবাইল ফোনে, ভার্চুয়ালে

 - খেলাধুলো বলতে ঐ মোবাইল গেম, 

 - ফ্যামিলির সবাই ব্যস্ত যার যার ভার্চুয়াল গ্রুপে

   আমরা মাঝেমাঝে এখনো একসাথে খেতে বসি, যার যার মোবাইল হাতে

   খেতে বসে কথা বলার সময় কোথায়? মোবাইলটা টিং করে ওঠে ম্যাসেঞ্জারে,    

 - আত্মীয়-স্বজনদের বাসায় যাবার সময় কোথায়? 

   হ্যাঁ, যোগাযোগ এখনো আছে, ফেসবুকে,  

 - বন্ধু-বান্ধবের সাথে এখনো চুটিয়ে আড্ডা হয় 

   শুধুমাত্র ভার্চুয়াল গ্রুপে, দেখা সাক্ষাৎ একবারে যে না হয় তাও কিন্তু না! 

   ভার্চুয়ালে নোটিস দিয়ে তিন বা ছ'মাসে একবার ঘটা করে কোন এক রেস্টুরেন্টে,   


 - আগে রাতে ঘুমাতে যেতাম বাতি নিভিয়ে, শুতে না শুতেই ঘুম, একাকী থাকতে  

   কিংবা কৈশোরে ভাইদের সাথে গল্প করতে করতে

   যৌবনে স্ত্রীর সাথে অন্তরঙ্গ আলাপে,  


 - আজকাল রাতে ঘুমাতে যাই মোবাইল স্ক্রিনে চোখ রেখে 

   অর্ধেক রাত কেটে যায় ম্যাসেঞ্জার চ্যাটে কিংবা ফেসবুকের সুন্দরীদের দেখতে দেখতে 

   বাকি অর্ধেক রাত ভার্চুয়াল পরীদের স্বপ্নে, স্ত্রী কিন্তু ঠিক পাশেই - গভীর ঘুমে 

   আজকাল স্ত্রী বেচারিরও সময়ও কাটে ভার্চুয়ালে, তাদের আলাদা গ্রুপে 

   তবে আমার মত অত রাত জাগতে পারে না, তাকে যে উঠতে হয় সেই কাকভোরে 

   আজকাল আমাদের স্বামী-স্ত্রীর সেই আগের মত অন্তরঙ্গ সময় কোথায়? 

   তবুও হয় - পাক্ষিক কিংবা মাসিক, কেবলমাত্র শরীরের প্রয়োজনে, 


আগে প্রতিবেলার খাবার টেবিলে স্ত্রী সন্তানদের সাথে সময় কাটতো হাসি, গল্প, আড্ডায় 

 - আজকাল সন্তানদেরই বা সময় কোথায়? 

   তারাও বড় হয়েছে, লায়েক হয়েছে, তাদেরও সময় কাটে মোবাইলে কিংবা ল্যাপটপে

   আজকাল সপ্তাহান্তে ছুটির দিনে একবেলা একসাথে সবাই মিলে বসতে পারলেই নিজেকে ধন্য মনে হয়

   ইদানীং নিয়ম করে দিয়েছি, একসাথে খেতে বসলে মোবাইলগুলো থাকবে যার যার রুমে

   এতে সবারই আপত্তি থাকলেও, ওরা মেনে নিয়েছে - সপ্তাহে একবেলাই তো! 

কি অদ্ভুত, তাই না? 


আজকাল মোবাইল কেড়ে নিয়েছে 

 - আমাদের ব্যক্তিগত সময়গুলো 

 - কেড়ে নিয়েছে স্বামী-স্ত্রীর একান্ত সময়গুলো 

 - কেড়ে নিয়েছে সন্তানদের সাথে হাসি গল্পে কাটানো সময়গুলো 

 - কেড়ে নিয়েছে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব 

 - এমন কি কেড়ে নিয়েছে সম্পর্কগুলো;


আজ সম্পর্ক হয় ভার্চুয়ালে 

 - নিত্য নতুন সম্পর্ক গড়ে - প্রতিদিনই ভাঙে

 - আজ নেই কোন সম্পর্ক গড়ার আনন্দ - নেই ভাঙার কষ্ট 

 

আজ আমাদের ব্যক্তিগত জীবন খেয়ে ফেলেছে মোবাইল জীবন   

খেয়ে ফেলেছে সম্পর্ক

আজ আমরা হাসি, কাঁদি কিংবা অনুভূতির ব্যবচ্ছেদ করি ভার্চুয়ালে 

আজ আমরা জীবন কাটাই মোবাইল ফোনে। 


#কবিতা 


মোবাইল জীবন 

 - মোঃ আহসানুল হক 


১৫ মে, ২০২৩ 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন