শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

সম্পর্কের অট্টহাসি

  সম্পর্কের অট্টহাসি


 - আহসানুল হক 




আমার কারও সাথেই কোন সম্পর্ক নেই,


নিজেকে ছাড়া; 


তোমাদের কি অন্য কারও সাথে সম্পর্ক আছে? 


নিজেকে ছাড়া?  




না, না 


আমাকে উত্তর দিয়ে বিব্রত হতে হবে না 


ঐ যে সামনের আয়না দেখছ না! 


মনের বাতি জ্বালিয়ে তাকে উত্তর দাও, খুব গোপনে


যেন আর কেও না শোনে;




এই যে সম্পর্ক নামক এক গন্ডির মধ্যে আমরা আবদ্ধ! 


সেই জন্মের পর থেকে,


এগুলো নিয়ে কখনো ভেবে দেখেছ? 


কখনো?  


একান্তে, খুব গোপনে!  


আমাকে খুব স্বার্থপর মনে হচ্ছে তোমাদের, 


তাই না? 


আসলে কি জানো! 


সম্পর্কগুলো কিন্তু জীবনের সাথে জড়িয়েই থাকে, স্বাভাবিক নিয়মে; 




সেই যে জন্মেরও আগে মায়ের নাড়ির সাথে


জন্মের পরে মায়ের কোলে, মায়ের বুকের ঘ্রাণে 


একটা সময় বাবার আদরে, চেনা হয়ে যায় বাবার ঘর্মাক্ত শরীরের ঘ্রাণ 


ক্রমান্বয়ে ভাই বোন,  আত্মীয় স্বজনরা 


তারপর জীবনে বন্ধু বান্ধব 


চেনার গন্ডি বাড়তে থাকে, সময় গাড়ির চাকায়;




একটা সময় বান্ধবী


থেকে প্রেমিকা,  


জীবন সুন্দর,  জীবনের চাকা 


ভালো লাগার সম্পর্ক থেকে ভালোবাসা 


প্রেমিকা থেকে স্ত্রী 


ভালোবাসার ডুব সাঁতার থেকে সম্পর্কের গভীরে ডুব দেয়া


সম্পূর্ণ অন্য এক সম্পর্ক,  রক্তের সম্পর্ক ছাড়া;




তারপর সন্তান, তাদের গায়ের ঘ্রাণ 


অন্যরকম জীবন,  অন্য এক সম্পর্ক,  নিম্নগামী ভালোবাসা 


তারপর শুধুই একাকীত্বের নিজের সময়


একলা নিজেকে নিয়ে ভাবা; 


আবার স্বার্থপর এর মত কথা,  


তাই না?




এই যে শত শত সম্পর্কের মাঝে আমি একলার একলা! 


এই যে হাজার মানুষের ভীড়েও একাকীত্বের হাহাকার! 


কখনো অনুভব করেছ তোমরা? 


খুব নির্জনে, একান্তে খুব একলা!


একটা সময় বাবা-মায়ের চিরচেনা ঘ্রাণ আর পাওয়া যায় না 


বাবা-মা একটা সময় ছেড়ে চলে যায়,


নিয়তি; 




একটা সময় ভাই-বোন, 


স্বার্থের গতি; 




একটা সময় বন্ধু বান্ধব, 


সময় কাটানোর ছল; 




একটা সময় ছেলে-মেয়ে,  


তাদের নিজেদের সংসার; 




বাকি রইলো কে? 


স্ত্রীর জন্য স্বামী 


স্বামীর জন্য স্ত্রী, 


কতক্ষণ?  


যতক্ষণ কথা বলা


যতক্ষণ জেগে থাকা


যতক্ষণ পাশে থাক,


তারপর?  


অন্ধকার, একাকীত্ব আর আমি;




তোমরা হয়তো জিজ্ঞেসা করবে,


তাহলে সম্পর্কগুলো? 


ওগুলো সময়ের 


ওগুলো মানুষের 


ওগুলো নামের, 


কিছু স্বার্থের কিছু অর্থের


কিছু ক্ষরণের কিছু দহনের 


কিছু ভালোলাগার কিছু খারাপ লাগার 


কিছু অনুভূতির কিছু অনুভবের;




রইলাম শুধু আমি


শুধুই আমি


সম্পর্কের জংগলে একাকীত্বের একলা গাছ


একলা দাঁড়িয়ে আমি; 




সম্পর্কের সাগরে একাকীত্বের একলা ঢেউ 


একলা ডুবন্ত আমি;




সম্পর্কের তারার মেলায় 


অমাবস্যার একলা চাঁদ 


একাকীত্বের একলা আমি; 




আর বাকি সব সম্পর্কগুলো? 


নামে ওরা ভীষণ দামী; 


বিশ্বাস করো! 


অন্ধকার আয়নার সামনে একলা দাঁড়িয়ে তুমিও একাকীত্বই দেখবে; 




কেও আমার মত নৈঃশব্দের চিৎকারে বলে ফেলে, 


কেও গলাফাটা বোবা চিৎকারে তোমাদের মত একলা কাঁদে; 


সম্পর্কগুলো সম্পর্কের নামে হো হো অট্টহাসে।




#কবিতা 




সম্পর্কের অট্টহাসি


 - আহসানুল হক 




২৫ অক্টোবর, ২০২২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন