চাহিদার আয়না
- মোঃ আহসানুল হক
মানুষের জীবনে খুব বেশী কিছু - চাওয়ার থাকে কি?
কি বলছ? চাহিদার কি শেষ আছে? - আয়না বলে কি?
জন্মের পরই ক্ষুধায় কান্না - মা বুকে জড়িয়ে নিলেই ঠিক
ক্ষুধা মিটলে গলাফাটায় - ভেজা কাঁথা কেউ বদলে দিক;
বড় হতে হতে চাহিদার লিস্টও - হতে থাকে বড়
সবকিছু আমারই হতে হবে - তোমরা সবাই সরো
ছেলেবেলা থেকেই এটা ওটা খাবার - এটা ওটা খেলনা
পড়ালেখাটা চাপিয়ে দেয়া - একদম ভালো লাগে না
কৈশোরে বিপরীত লিঙ্গ দেখলে - মনে বসন্ত বাতাস
যৌবন আসতে আসতেই মন - প্রেমের শরৎ আকাশ;
কিছু প্রেম, কিছু বিরহ - আর শরীরে শরীরে টান
লোকে বলে ভালোবাসা - আসলে কাম, রিপুর নাম
কিছু প্রেম শরীর চেনে কিছু থাকে অচেনা অধরা
তারপর সংসার নিয়ম নীতিতে দাম্পত্যে বাঁধাধরা;
সংসারের হাজার চাহিদা - হারায় প্রেম, ধিমায় কাম
টাকা টাকা করে টাকার চিন্তায় - ঝরে শরীরের ঘাম
মাঝ বয়স আসতে না আসতেই বেঁকে যায় শিরদাঁড়া
তখন চিন্তায় আসে না, প্রেম করেছিল - হয়ে পাগলপারা
সংসারের চাপ, টাকার চিন্তা - শিরদাঁড়া নুয়ে পড়া
বার্ধক্য তার নাম - বয়সের আগেই শরীরে নামে জরা;
সময়ের অলৌকিক জলযান ডুবে যাবার সময় হলে
চিন্তা পরকালের - কি আছে সঞ্চয়? মাথায় হিসাব চলে
চার আনা আট আনার খুচরো কিছু ভালো কাজ
পেছন ফিরে খুঁজে না পেয়ে - মনে লজ্জার ভাঁজ;
এত চাহিদার চাপে অপ্রতুল যোগান - ব্যর্থতার দায়ভার
পারি নি মেটাতে প্রিয়জনের চাহিদা - ব্যর্থতা শুধুই আমার
এ বয়সেও চারিদিকে চাহিদা - টাকায় ভালোবাসা
কখনো চাহিদার সমাপ্তি হবে - খুব বেশি কি আশা?
ন্যুজ দেহ দেখেও করুণা হয় না - চারিপাশে প্রিয়জনের বায়না
আমারই ব্যর্থতার জবাবদিহিতা চাইলে - কথা বলে না আয়না।
#কবিতা
চাহিদার আয়না
- মোঃ আহসানুল হক
২১ সেপ্টেম্বর, ২০২৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন