একা একার কান্না
- মোঃ আহসানুল হক
কষ্টগুলো বুকের ভেতর নীল নীল নীল কালো
তোর আমার পুরনো সব দিনগুলো ছিল ভালো
নীল নীলাকাশ আর হরিৎ বনে মন ছিল সবুজ
ভালোবাসার কম হলেই তুই হতি বড় অবুঝ;
হুট করে তুই বহুদূরে আমায় ফেলে পরপারে
একলা আমায় একা ফেলে দুজনের একলা ঘরে
গেলিই যদি নিয়ে যেতি একটু আমার সঙ্গে করে
এপারেতে জানা হয় না কি আছে তোর ওই পারে;
একলা তুই ওই পারে কেমন আছিস কি করে?
একলা আমি এই পারে একলা কাটে একলা ঘরে
জানি আমি যেতেই হয় মরণ এসে ডাক দিলে
যে রয়ে যায় সেও মরে রয় একা ঘরে তিলে তিলে;
মৃত্যু গুলো বড়ই কষ্টের মনে হলে বড্ড কাঁদায়
এপারের রঙিন জীবন পরিণত কালোয় সাদায়
কেউ বোঝে না মনের ভেতর তুই ছাড়া চলছে কি
সবাই দেখে হাসি খুশি মনে করে ভালই আছি;
বুকের ভেতর দুমরে উঠে রাতের একা বিছানায়
বহু বছরের অভ্যাস ঘুমে তোকে জড়িয়ে ধরায়
ঘুমের ভেতর আজো আমি পাশ ফিরেই জড়িয়ে ধরি
তোর জায়গায় কোলবালিশ চমকে উঠে বসে পড়ি;
কেউ জানে না এই কান্না শুধু আমার মন জানে
সারারাত্রি জেগে কাটাই চেয়ে থেকে আকাশ পানে
কেউ জানে না কি কষ্টের একলা আমার রাত্রিগুলো
কেউ জানে না তুই ছাড়া ঘুম আমার কান্না হলো।
#কবিতা
একা একার কান্না
- মোঃ আহসানুল হক
০২ এপ্রিল, ২০২৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন