শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

ভুলের খেসারত

 ভুলের খেসারত

 - আহসানুল হক


সবাই ভুল করে, জীবনে কোন না কোন সময়ে; 

কেউ ভুল করার সাথে সাথেই বুঝে যায় এটা ভুল হয়ে গেছে

কেউ বোঝে অনেক দেরিতে

আর বেশিরভাগ মানুষ  ভুল আর শুদ্ধর ফারাক টাই করতে পারেনা,

 কত রকম মানুষই না আছে পৃথিবীতে;

কেউ কেউ ভুল করে অনুশোচনায় ভুগে

অনুশোচনার বোধটা অনেক মানুষের মাঝে থাকে না 

যারা ভুলই বুঝতে পারে না তাদের আবার অনুশোচনা কি?

মানুষ আর মানুষের মাঝে কত রকমই না ফারাক  থাকে;


যারা অনুশোচনায় ভোগে, তাদের কেউ কেউ 

অনুশোচনার আগুনে পুড়তে পুড়তে পুরনো ভুলগুলো শুধরে নেয়ার চেষ্টা করে,

কেউ কেউ শুধরে নিতে পারে

আর বাকিরা ভুলের দহনে জ্বলে,

কিছু কিছু ভুল কখনোই শোধরানো যায় না

বিবেকের কামড়ের কান্নায় অসহায় শুধুমাত্র বিবেকবান মানুষ 

বিবেকহীন মানুষগুলো ভুল কিংবা অনুশোচনা কি জানেই না;


আমি আয়নাকে প্রায়শই জিজ্ঞেস করি

 - কোথায় ভুল হয়েছিল জীবনে?

আর অনুশোচনার নির্ঘুম রাত্রি কাটাই আয়নার জবাব শুনে,


এক একটি ভুলের খেসারত এক একটি নির্ঘুম রাত 

বিবেকের কামড়ে ক্ষত বিক্ষত হয় রাত্রির ঘুম

দহনের আগুনে পুড়তে থাকে রাত,

আমি অন্ধকারে ঘুম পোড়াই ভুলগুলো স্মরণ করে;


মাঝে মাঝে খুব ঈর্ষা হয় ওই বিবেকহীন মানুষগুলোকে।


#কবিতা

ভুলের খেসারত


 - আহসানুল হক

১৯ ফেব্রুয়ারি, ২০২৩

কোলকাতা


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন