বোধোদয়ে বিবেক
- মোঃ আহসানুল হক
রাত ঘুমিয়েছিলো রাতে
অন্ধকার খেয়ালে
অন্ধকার হেলান দিয়েছিলো
কালোর দেয়ালে
দিনের আলোতে জাগে সূর্য
জ্যোৎস্না কোথায়?
রাত ঘুমিয়ে গেলে অন্ধকারে
আলো যেথায়;
আলো আঁধারির খেলা
দিন আর রাতে
চাঁদ সূর্যের মেলা
আকাশের সাথে
পাপ আর পুণ্য
খুব কাছাকাছি
আলো অন্ধকারের
মতই পাশাপাশি;
অস্তমিত চাঁদের পিঠে
বিবেকের উদয়
রাতের কালো দিনে
মনের বোধোদয়
মন জেগে উঠলে
তবেই সূর্যোদয়
মনকেও মনের মাঝে
কখনো জাগতে হয়;
ঘুমিয়ে তো যাবই আমরা
জানি একদিন সবাই
ঘুমানোর আগে বিবেককে
না হয় একবার জাগাই
ভালো হাঁটে খারাপের সুতোয়
খারাপের সুতো কাটে বিবেক
ভালোর ঘুম ভাংলেই তবেই
বোধের উদয়ে বিবেক।
#কবিতা
১২ নভেম্বর, ২০২৩
বোধোদয়ে বিবেক
- মোঃ আহসানুল হক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন