শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

স্বপ্ন-সঙ্গী

 স্বপ্ন-সঙ্গী

 - আহসানুল হক 


আমি এমন একজনকে খুঁজছি -  

  যে আমাকে সকালে চুমু খেয়ে আমার ঘুম ভাঙ্গাবে

  আমি চোখ খুলতেই ফিক করে হেসে দেবে

  তার হাসিতে সূর্যোদয় দেখব তারপর আড়মোড়া ভেঙ্গে বিছানা থেকে উঠবো

  আমি ফ্রেশ হতে হতে সে নাস্তার টেবিল সাজিয়ে ফেলবে,


নাস্তার আয়োজন খুব বেশি নয়

 একটা রুটি, একটা ডিম পোঁচ, একটা ফল, এক কাপ চা আর কিছু চুমু

 কখনো চুমু খেয়েই দৌড়ে অফিসে ছুটবো

 কখনো কখনো বা চুমু খেতে খেতে জানালার পর্দা ফেলে আবার বিছানায়

 ধীরলয়ে হোমিওপ্যাথিক প্রেম করে এলোপ্যাথিক গোসল সেরে দেরি হওয়ার বাহানা খুঁজতে খুঁজতে অফিসে দৌড়বো, 

 সে আলুথালু চুলে এলোমেলো শাড়ি ঠিক করতে করতে পেছনের দরজা লাগাতে লাগাতে বকা দেবে - অসভ্য;


আমি এমন একজনকে খুঁজছি - 

 যে আকাশে মেঘ জমলেই আমাকে টেনে নিয়ে হাজির হবে এক চিলতে ছাদে

 বৃষ্টি নামলেই দুজনে ভিজতে ভিজতে বৃষ্টি বিলাস করব 

 কখনো বৃষ্টির ফোটা শুষে নেবো তোর ঠোঁট থেকে চুমু বিলাসে

 কিংবা কোন এক অন্ধকার রাতে বৃষ্টিবিলাসে চুমু খেতে খেতে প্রেম বিলাস;


আমি এমন একজনকে খুঁজছি যে -

 প্রতি জ্যোৎস্না রাতে আকাশে চাঁদ হাসলে জানালার পর্দা খুলে আমার মুখের দিকে তাকিয়ে থাকবে,

 আমি প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতেই আমার ওপর ঝাঁপিয়ে পড়ে চুমুর বন্যায় ভাসিয়ে দিতে দিতে বলবে ভালোবাসি, ভালোবাসি;

 আর প্রতি অমাবস্যা রাতে বাতি নিভিয়ে অন্ধকার ঘরে আমায় জড়িয়ে ধরে বলবে - বড্ড অন্ধকার, আমার ভয় করছে

 আমি তাকে জড়িয়ে ধরতেই নিস্তব্ধতা ভেঙ্গে খান খান হয়ে যাবে চুমুর শব্দে

 কামনার ঝড় থেমে গেলেও অন্ধকারে সে জড়িয়ে ধরেই ঘুমিয়ে থাকবে 

 কখনো বা ঘুমঘোরে আপন মনেই বিড়বিড় করতে থাকবে -  ভালোবাসি, ভালোবাসি;


জীবনটা বড্ড অদ্ভুত 

অদ্ভুত আমাদের স্বপ্নগুলো, 

 কেউ সহজেই স্বপ্নের জীবনসঙ্গী খুঁজে পায়, 

 আর কারও স্বপ্ন, স্বপ্নই রয়ে যায়।



#কবিতা 


৩১ জানুয়ারি, ২০২৩ 


স্বপ্ন-সঙ্গী

 - আহসানুল হক 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন