অন্ধকারের বাসর
- মোঃ আহসানুল হক
অনেক রাত এখন,
রাতে কাছে আসতে নেই
অন্ধকারে ভালোবাসতে নেই;
জ্যোৎস্না বাতি জ্বাললেই লোকে জেনে যাবে
আমরা দুজনে এক হয়েছিলাম
চাঁদ আলো জ্বাললেই দেখে ফেলবে
আমাদের অন্ধকারের বাসর;
তারচেয়ে এই বেশ ভালো,
এখানে আমি
ওখানে তুমি
দু-ভবনে দুজন
আর আমাদের ভালোবাসাবাসির ঘর।
#কবিতা
১৪ নভেম্বর, ২০২৩
অন্ধকারের বাসর
- মোঃ আহসানুল হক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন