শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

কাল্পনিক গল্প

 কাল্পনিক গল্প 

 - আহসানুল হক 


খুব ছোটবেলা থেকেই ঘুরাঘুরির শখ

 সেই থেকে বোহেমিয়ান; 


এই সখটা বেশ দামি

সাধ আর সাধ্যের যুগল হতো না কখনো

তবুও সখটা স্বভাবে পরিণত হয়ে গিয়েছিল একসময়

ফলশ্রুতি? 

 - চুকাতে হয়েছিল জীবনে অনেক দাম,

তবুও স্বভাবে পরিবর্তন হয় নি

রয়ে গিয়েছিলাম যাযাবর বোহেমিয়ান;


শখ পূরণে খুব ছোটবেলাতেই ঘর থেকে বের হওয়া

তখন খুঁজতাম আত্মীয় স্বজনের বাড়ি

কদিন দিব্যি ঘুরেফিরে সময় কাটিয়ে ঘরে ফেরা 

তারপর পিঠে পড়তো মায়ের চ্যালাকাঠের বাড়ি

মিথ্যে বলায় ছিলেম বড় আনাড়ি,

কৈশোর থেকে যৌবন বেশ কেটেছে এভাবে

ঘুরাঘুরির শখ ততদিনে পাকা হয়ে গিয়েছিলো স্বভাবে;


টাকার মর্মটা ততদিনে বেশ বুঝে গিয়েছিলাম

পকেট খরচ মেটাতে টিউশনি বেছে নিয়েছিলাম,

সে আমলে তাতে কতটুকুই বা ইনকাম!

ওতে কি আর শখ মেটে?

ঘুরে বেড়ানোর শখ বলে কথা! অনেকটাই তার দাম;


বুঝে গিয়েছিলাম তখন থেকেই, সাধ আর সাধ্যের ফারাক বিশাল

আশি টাকা তোলার শখ মেটানো, ছেঁড়া কাঁথায় স্বপ্নে জ্যোৎস্নার আকাল

তোমরাই বল সখ কি আর বলে কয়ে মনে আসে?

তবু সাধগুলো মনের চোখে দিনরাত্রির স্বপ্নে ভাসে;


একটা সময় টাকা নামক সোনার হরিণ ধীরে ধীরে দিল ধরা

ততদিনে শরীরে রোগ ব্যাধি একের পর এক হচ্ছিল চড়া

সাধগুলো তখনো মনে, কিছু তাড়া করে ফিরছিল স্বপ্নে পিছু 

অর্থ নামক সখ মেটাবার উপাদান হাতে হয়েছিল বেশ কিছু, 

বের হব হব করতেই শরীর বেগরবাই 

মনটা বলল - তাড়া কিসের? একটু অপেক্ষা করে যাই, 

তারপর থেকে শরীর আর মনের সেই যে টানাটানি 

স্বপ্নগুলো তখনো মনে বেশ তা জানি; 


তারও অনেক পরে অর্থের প্রাচুর্য, সাথে রোগ বালাই

শরীরের কাছে মন পরাজিত স্বপ্নগুলো পালাই পালাই

সাধ আর সাধ্যের সমন্বয় হয়েছে, ব্যাংকে টাকা বেশ কিছু

মন আজকাল স্বপ্ন বাদ দিয়ে চিকিৎসার পিছু পিছু ; 


একসময়ের আশি টাকা শখের তোলা ছিলো, অর্থ ছিল অল্প

আর কষ্টেসৃষ্টে একটি একটি স্বপ্ন পূরণ, ছেলে মেয়ের কাছে সেগুলো কাল্পনিক গল্প।


#কবিতা 


কাল্পনিক গল্প 

 - আহসানুল হক 


২৪ ফেব্রুয়ারি, ২০২৩

ব্যাঙ্গালোর 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন