বন্ধুত্ব থেকে কিছুটা বেশি
- মোঃ আহসানুল হক
সম্পর্কগুলো বড্ড অদ্ভুত
বিশেষ করে রক্তের সম্পর্ক ছাড়া অন্যান্য সম্পর্কগুলো;
কিছু সম্পর্ক বন্ধুত্ব অথবা তার চেয়ে কিছুটা কম কিংবা বেশি
বন্ধুত্বের সম্পর্ক নিয়ে খুব একটা কিছু বলার নেই
বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায় থাকে, প্রয়োজনে দেখা মেলে
আর প্রয়োজনে দেখা না মিললে সেটা বন্ধুত্ব ছিলোই না;
আর বন্ধুত্বের কিছু কম আর বেশি?
এই কিছুটা বেশির পরিমাপক কোন যন্ত্র আবিষ্কার হয় নি,
এই কিছুটা বেশি অনেকটাই বেশি হতে পারে
যেমন পেটের ক্ষমতার অতিরিক্ত বেশি খেয়ে খেললে একটা অস্বস্তি ভাব
আবার কম কিন্তু অনেকটাই কম হতে পারে
যেমন জিহ্বা ঐ স্বাদ দ্বিতীয়বার পায়'নি অথবা পেতেও চায় নি,
তার মানে ঐটা নিয়ে না ভাবলেও চলবে;
তবে ভাবনার বিষয়টা কি?
ঐ যে! বন্ধুত্ব থেকে কিছুটা বেশি!
সম্পর্কের প্রথম প্রথম বন্ধুত্ব, তারপর মন কেমন কেমন করা
সময় অসময়েই দেখতে ইচ্ছে করা
দেখা হলেই চোখ চেয়ে থাকা
চোখে চোখে কথা মিলে গেলেই ছুঁয়ে দেখার ইচ্ছে
প্রথমে হাত, তারপর গাল, তারপর ঠোঁট
ঠোঁটে ঠোঁট একবার মিলে গেলেই বাকিটা সহজ
জড়াজড়ি হতে হতে বিছানা
তারপর কামের উন্মত্ততা,
সম্পর্কের হিসেবে একে 'প্রেম' বলে;
তারপর?
সম্পর্কের পরিণতি - নতুন সম্পর্ক গড়ন কিংবা পুরনো সম্পর্কের ভাঙন
সম্পর্কের থেকে এই একটু বেশি হয়ে গেলেই সম্পর্ক আর বন্ধুত্ব থাকে না
সেটা দাম্পত্যে গড়ায় কিংবা বিচ্ছেদে;
আচ্ছা! তবে প্রেম কি কাম? অথবা কাম'ই প্রেম?
তুমি আমার হলে আর আমি তোমার হলেম!
#কবিতা
১২ সেপ্টেম্বর, ২০২৩
বন্ধুত্ব থেকে কিছুটা বেশি
- মোঃ আহসানুল হক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন