মনুষ্যত্বের খোঁজে
- মোঃ আহসানুল হক
একটা সময় বেশ আঁকাআকি করতাম, কাগজে-কলমে
আরে না না, কোন গ্যালারিতে চিত্রাঙ্কন শোভা পায়নি
কাগজে আঁকা মানে ওই টুকটাক লিখালিখি আর কি!
আরে নাহ! আমার কোনও লেখা কোথাও ছাপা হয় নি
আমি মনের আনন্দে মন-খাতায় আঁকি
মনের আনন্দে কাগজে কলমে লিখি;
কৈশোরে যখন প্রেম করতাম! তখন প্রেম আঁকতাম
শরীরে যখন যৌবন, তখন কাম আঁকতাম
মন যখন ভালোবাসায় টইটুম্বুর, তখন কবিতা আঁকতাম
মন যখন ভেঙে যেত, তখন বিরহ আঁকতাম
যখন নদীর কাছে যেতাম, নদীর গভীরতার কথা লিখতাম
পাহাড়ে গেলে, পাহাড়ের উচ্চতা
জঙ্গলে গেলে, জঙ্গলের বিশালতা
সমুদ্রে গেলে, সমুদ্রের ঢেউ
প্রকৃতির কাছে গেলেই, আমি নিজেকে হারিয়ে যাওয়ার কথা লিখতাম
;
নদী পাহাড় সাগর প্রকৃতি কখনো ধোঁকা দেয় নি
ধোঁকা দিয়েছে মানুষ
হ্যাঁ, একসময় মানুষকে বিশ্বাস করতাম, মানুষের কথা লিখতাম
সবচেয়ে বড় ভুল হয়েছিল সেটাই - মানুষকে বিশ্বাস করা
কথায় বলে সাপ ছোবল মারে, মানুষের ছোবল খেয়েছ কখনো
?
আমি খেয়েছি পদে পদে, মানুষকে বিশ্বাস করে
বিশ্বাসভঙ্গের কথাগুলো আর লিখি নি, লিখতে ইচ্ছে করেনি;
আজকাল প্রকৃতি দেখি, কখনো লিখি কখনো শুধুই উপভোগ করি
আজকাল পশুপাখি দেখি, কখনো লিখি কখনো শুধুই চোখচেয়ে থাকি
আজকাল সম্পর্ক দেখি, সম্পর্কের নানা রূপ আঁকার চেষ্টা করি
আজকাল মানুষও দেখি, তবে মনুষ্যত্ব দেখি না, তাই কিছু লিখি না;
বনে জঙ্গলে পশু দেখতে যাই, পশুরা মানুষের সামনে পশুত্ব দেখায় না
অথচ কি সহজেই না মানুষ প্রাণীটা সবার সম্মুখে পশুত্ব তুলে ধরে,
ইদানীং পাখি দেখতে দেখতে আকাশে ডানা মেলে দিতে ইচ্ছে করে
আমার যদি একজোড়া ডানা থাকতো! আকাশ থেকে মানুষ খুঁজতাম,
মানুষের জঙ্গলে এখনো কোথাও না কোথাও মনুষ্যত্ব নিশ্চয়ই আছে
নাকি মনুষ্যত্ব কেবল ডিকশনারিতেই! কাগজের কোন এক ভাঁজে।
#কবিতা
মনুষ্যত্বের খোঁজে
- মোঃ আহসানুল হক
১১ মে, ২০২৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন