শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

হারাম হালাল

  হারাম হালাল

 - আহসানুল হক


আজকালকার মানুষ আমরা হারাম হালালের পার্থক্য করি না

 বেশিরভাগ মানুষ আরাম আর হালাল এর পার্থক্যই জানিই না;


 কেউ কেউ খাদ্যের বেলায় কিছুটা হারাম হালাল বাছে

 উপার্জনের বেলায় সবই হালাল ভাবে

 ধর্ম ভেদে হালাল হারামের কিছু পার্থক্য চলে আসে

 পার্থক্য চলে আসে কর্ম ভেদে

 পার্থক্য ধর্মের অনুশাসনে

 পার্থক্য ধর্ম পালনে,

 আগে বেশিরভাগ মানুষ মেনে চলার চেষ্টা করত 

 আজকাল অর্ধেক মানুষ ভুল বা শুদ্ধভাবে মেনে চলার চেষ্টা করে

 বাকি অর্ধেক থোরাই কেয়ার করে;


 ঘুষ সকল ধর্মেই হারাম হলেও সবাই মিলে দেদারসে খাচ্ছে

 দুর্নীতি সকল ধর্মে হারাম হলেও সবাই মিলে দেদারসে করছে

 সুদ, মদ, শুকোর মুসলমানদের জন্য  হারাম হলেও ওরা এগুলো হরেদরে খাচ্ছে

 হিন্দুদের জন্য গরু নিষিদ্ধ হলেও তারা লুকিয়ে বেশ খাচ্ছে

 জেনা সকল ধর্মে নিষিদ্ধ হলেও আজকাল ঘরে ঘরে হচ্ছে

 আজকাল হারাম আর হালাল এর কনসেপ্টটাই যেন পাল্টে যাচ্ছে;


 মাঝে মাঝে খুব আশ্চর্য হয়ে দেখি

 - হিন্দু ভাই মদের বোতলের সাথে অর্ডার করে বিফ কাবাব

 তার থেকেও বেশি আশ্চর্য হই, যখন দেখি

 - মুসলমান ভাইরা মদে বুঁদ হয়ে হালাল মুরগি খুঁজছে;


  আমি মাঝে মাঝে খুব বেশি আশ্চর্য হই, যখন দেখি

 - পুজো সেরে উঠেই হিন্দু ভাই ঘুষের টাকা গুনছে 

 - কিংবা খ্রিস্টান ভাই চার্চ থেকে ফিরে এসেই ঘুষের দর কষছে 

 তার থেকেও বেশি আশ্চর্য হই, যখন মুসলমান ভাইকে দেখি

 - রমজান মাসে রোজা রেখে নামাজ সেরে টুপি মাথায় ঘুষের দর নিয়ে ঝগড়ায় মাতছে;


 প্রত্যেকটা ধর্মেই হারাম আর হালাল এর নির্দিষ্ট সীমারেখা বেঁধে দেয়া হলেও 

 কয়জনই বা মানছে?

 খারাপ কাজের বিধি-নিষেধ সকল ধর্মেই দেয়া হয়

 - আমরা যার যার সুবিধা অনুযায়ী খারাপ ভালোর সংজ্ঞা বানাই, 

 - আমরা যার যার সুবিধা অনুযায়ী হারাম আর হালাল'কে সাজাই।


 #কবিতা


 হারাম হালাল

 - আহসানুল হক


 ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ 

 কোলকাতা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন