শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

দূরে কাছে

 দূরে কাছে 

 - মোঃ আহসানুল হক 


দূর থেকে 


অনেক দূর থেকে দেখলে অনেকটা জায়গাই দৃশ্যমান হয় 


বেশ খানিকটা দূরত্ব থেকে দেখলে প্রকৃতির কোন একটা দৃশ্যকে বড়ই সৌন্দর্যমন্ডিত মনে হয় 


যতই কাছাকাছি যাওয়া যায় ততই দৃশ্যপটের বিভিন্ন ময়লা আবর্জনাগুলো চোখে ভেসে ওঠে 


আরও একটু কাছে গেলে হয়তো বা ময়লার গন্ধও ধ্বক করে নাকে লাগে


অথচ দৃশ্যটা কি সুন্দরই না ছিল দূর থেকে!  




ভালোবাসাবাসি কিংবা দাম্পত্য সম্পর্ক গুলোকে দেখো! 


আমরা দূর থেকে সম্পর্কগুলো দেখি, দেখি মাখামাখি 

দেখি ভালোবাসাবাসি 


ওই দূর থেকেই, 


যতই সম্পর্কগুলোর কাছাকাছি যাওয়া যায় 

ততই সম্পর্কের মাঝে 

হাঁড়ি কুড়ি নাড়ানাড়ির শব্দ পাওয়া যায় 


আরও একটু কাছে যাও! 

শুনতে পাবে দুজনার মাঝে ঝগড়ার সাজে অশ্রাব্য গালাগালি 


অথচ দূর থেকে, ঐ দূর থেকে কি সুন্দরই না লাগছিলো দুজনার ভালোবাসার সম্পর্কগুলি;



দূর থেকেই ভালো লাগে পারিবারিক বন্ধন 

যৌথ পরিবারের একসাথে মিলেমিশে থাকার দেখানো চেষ্টা 


অথচ কাছে গেলেই শুনতে পাওয়া যায় খোকলা হয়ে আসা সম্পর্কের ঝন ঝন কড়া নাড়া 


আরও একটু কাছে গেলে সম্পর্কের মধ্য থেকে ফুটে ওঠে লোভ লালসা 

রেষারেষির পুতি দুর্গন্ধময় যৌথ পারিবারিক আবহাওয়া; 




আমি জানি 


খুব ভালো করেই জানি কাছ থেকে আর দূর থেকে দেখার পার্থক্যগুলো 


একটা সময় এই পার্থক্যগুলো বড্ড বেশি পীড়া দিত 


বিশেষ করে সম্পর্কগুলো, 


তাই সম্পর্ক গুলোর খুব কাছে যাওয়া থেকে বিরত থাকতাম; 


আজকাল দূরত্বে থাকতে চাইলেও কেন জানি সম্পর্কের ভেতরে ঢুকিয়ে নিয়ে যায় পরিস্থিতি 


বেঁচে থাকতে হয় লোভের গন্ধ 

আর স্বার্থের দুর্গন্ধের মাঝে দোদুল্যমান অবস্থায়; 




যতই ক্যামেরার আইপিসে মুখ লুকোতে চাই না কেন 


ক্যামেরাই আমাকে খুব কাছ থেকে পৃথিবী দেখায়।



#কবিতা 


দূরে কাছে 

 - মোঃ আহসানুল হক 


১৩ অক্টোবর, ২০২৩ 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন