ঘুম-রাত
- মোঃ আহসানুল হক
কাঁচের শার্শিতে কুয়াশার মেঘ
মনের শার্শিতে স্মৃতি
চোখের ওপর ঘুমের পর্দা
রাতভর নিয়েছে ছুটি
অনুভবের কালো শাড়িতে রাত
আঁচলের ভাঁজে লুকানো ঘুম
রাত-প্যাঁচার ডানা ঝাপটানো
জ্যোৎস্না ছড়ায় আলো রঙ
কিছু পুরনো স্মৃতির খেলা
চোখের কোল ঘেঁষা
জেগে থাকা চাঁদ তারা
কুয়াশায় চাদরে ঢাকা
চোখ ঘুমায় চোখ খুলে
স্লিপিং পিলের হাতছানি
দিন-ঘুমে অন্ধকার চোখ
রাত জেগে থাকে নির্ঘুম
ঘাসের ডগায় জোনাক মিটিমিটি
চোখের ডগায় নির্ঘুম রাত
ঘুম আর স্লিপিং পিলের সঙ্গম
ঢুলতে ঢুলতে চোখ ঘুম
একদিন নিশ্চিত ঘুমিয়ে যাব
স্লিপিং পিলের অতল ঘুমে
ঘুম-রাতে চোখ খুলবে না আর
ঘুম-সকালে চোখ দৃষ্টিহীন হবে।
#কবিতা
০৪ নভেম্বর, ২০২৩
ঘুম-রাত
- মোঃ আহসানুল হক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন