শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

দ্বৈত সত্তায় দ্বৈত অনুভব

 দ্বৈত সত্তায় দ্বৈত অনুভব 

 - আহসানুল হক


যে লিখছে আর যে আয়নায় নিজেকে দেখছে

আপাত দৃষ্টিতে দুজন একই মানুষ হলেও 

এদের মাঝে ফারাক বিস্তর

ফারাক দুজনার চিন্তা চেতনায় 

ফারাক দুজনার জীবন দেখায়  

ফারাক দুজনার দৃষ্টিভঙ্গি'তে; 


একজন দেখছে শুধুই দেখার জন্য

চোখ আছে তাই চেয়ে আছে

চেয়ে আছে তাই দেখছে 

চেয়ে থাকা মানেই কি দেখা? 


আরেকজন দেখছে লিখার জন্যে

সে আকাশ দেখছে, দেখছে আকাশের রঙ, রঙ এর বদল

সে প্রহর দেখছে, দেখছে প্রহরের কোলাহল

সে পাহাড় দেখছে, দেখছে পাহাড় চুড়ায় বরফ 

সে নদী দেখছে, দেখছে নদীর বয়ে যাওয়া 

সে সাগর দেখছে, দেখছে সাগরের গভীরতা 

সে মেঘ দেখছে, দেখছে মেঘেদের মুহুর্মুহু বদলে যাওয়া  

সে বৃষ্টি দেখছে, দেখছে বৃষ্টির কান্না 

তারপর? তারপর একমনে কাগজে কলম ঘষছে

কি জানি? হয়তো কিছু লিখছে!  


ভেজে তো সবাই, অনুভব করে ক'জনা?

সবাই চাঁদ দেখে, জ্যোৎস্নায় ভেজার আনন্দ উপভোগ করতে জানে ক'জন?  

পাহাড়ের দিকে চেয়ে থাকলেই কি পাহাড়ের নৈঃশব্দ্যতা শোনা যায়?

সকালের কাজ, দুপুরের রাগ, বিকেলের মন খারাপ, সন্ধ্যের ঘরে ফেরা

আর প্রহরে প্রহরে প্রহরগুলোর বদল 

রাতের অন্ধকার, চোখের ঘুম আর ঘুমে স্বপ্নের চলাচল?


আয়নায় বসে থাকা লোকটা ওগুলো দেখে, শুধুই দেখে

এগুলো নিয়ে ভাবে কি?

লোকটার দিকে ভালো করে তাকাও! 

চিন্তায় মুহ্যমান;  

চিন্তা ক্ষুধার, কর্মসংস্থানের, মাথা গুঁজার ঠাঁই এর 

যত না নিজের জন্য তার থেকে বেশি পরিবারের জন্য  

কাব্য ভাবলে কি তার চলে? 

জীবনটা কাব্য থেকে অনেক অনেক কঠিন 

জীবন কথা বলে;  


ঐ যে লোকটাকে দেখছ! কলম হাতে 

তারও ক্ষুধা লাগে, সে ক্ষুধার স্বরূপ আঁকে 

তারও কর্ম চাই, তারও লাগে মাথা গুঁজার ঠাই 

তারও ঘুম দরকার হয়, দরকার হয় স্বপ্নের;  

হ্যাঁ! সে স্বপ্ন না দেখলেও স্বপ্ন আঁকতে জানে

সাদাকালো স্বপ্ন'কে রঙিন তুলিতে আঁকে  

ক্ষুধায় কাতর হয়েও সে ক্ষুধিতের স্বরূপ আঁকে 

ক্ষুধায় নির্ঘুম রাত কাটিয়ে কাটিয়ে সে অন্ধকার দেখে 

তারপরই তার কলম অমাবস্যা কিংবা পূর্ণিমা আঁকে

আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে সে প্রহর আঁকে 

মেঘ আঁকে, বৃষ্টি আঁকে, জ্যোৎস্না আঁকে

আর আঁকে ক্ষুধা বোধ 

আঁকে বৃষ্টি কিংবা জ্যোৎস্নায় ভিজে যাওয়ার অনুভব;


দুজন একই ব্যক্তি

তবুও দুজনের দেখায় কতই না পার্থক্য!  

পার্থক্য দৃষ্টিভঙ্গির

পার্থক্য জীবন বোধের 

ক্ষুধার ছাপ দুজনার চোখেই

একজন পেট চেপে ধরে, একজন কলম 

একজন চুপ চেয়ে আয়নার দিকে দেখছে

একজন চিন্তার রেখাগুলো আঁকছে;


একজন আয়নায় যৌবনের ভুলগুলো দেখছে 

আরেকজন কলমে ভুলগুলো মুছে যাওয়ার চেষ্টায় 

একজন কপালের বলিরেখায় অতীত খুঁড়ছে 

আরেকজনের চেষ্টা অতীতের রূপগুলো আঁকায় 

একজন আয়নায় জীবনের পরাজয় দেখছে 

আরেকজন কলমে পরাজয়ের কারণগুলো লিখছে

একজন আয়নায় মৃতপ্রায় জীবন'কে দেখছে 

আরেকজন কলমে জীবনটাই লিখছে। 



৩০ মার্চ, ২০২৩ 


#কবিতা 


দ্বৈত সত্তায় দ্বৈত অনুভব 

 - আহসানুল হক   


ছবি: নেট থেকে সংগৃহীত। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন