অর্ধাঅর্ধির সংসার
- মোঃ আহসানুল হক
বিয়ে মানেই অর্ধা অর্ধি - অর্ধার্ধি
স্বামী অর্ধ স্ত্রী অর্ধাঙ্গিনী
বিছানাটা ভাগাভাগি কোলবালিশটার ছুটি
সব ক্ষেত্রে তাই কি?
আজকাল আর একান্নবর্তী সংসার কই?
সবার যার যার নিজের মত,
মধ্যবিত্ত পরিবারের বেশিরভাগ গ্রাম থেকে
গ্রামে যে, যে অবস্থাতেই থাকুক না কেন!
শহুরে জীবন শুরু পড়ালেখার ক্ষেত্রে হল কিংবা মেস
তারপর বিয়ের পর টানাটানির অর্ধার্ধির সংসার সাবলেট
অর্ধার্ধির সংসারে দুজনারই চাকরি, বেতন যার যেমনই হোক কম কিংবা বেশি
কাজে? তখন আর অর্ধার্ধি কোথায়?
হোক রান্না-বান্না কিংবা অন্যান্য ঘরের কাজ - এখানে শুধুই পত্নী
এর নামই সংসার,
অর্ধার্ধি? আছে তো! কাগজে কলমে কিংবা দুজনার মনে;
দুজনার চাকরিতে একটু সচ্ছলতা এলে দু কামরার ফ্ল্যাট
সময়ের সাথে সাথে সংসার বৃদ্ধি, দু এর জায়গায় তিন কামরা
আজকাল সবকিছুতেই শুধুমাত্র আমরা আমরা;
সমস্যায় পড়তে হয় গ্রাম থেকে কেউ এলে, বিশেষ করে বাবা-মা
ছেলে মেয়ে কারও একজনের ঠাই হয় ড্রইং রুমে
সপ্তাহান্তে সন্তানদের মুখ ভার, বাসনা নিজ কামরায় থাকার
ক্রমাহ্নয়ে
পতির বাবা-মা'কে ডাল, ভাত, ভর্তায়ও যেন বোঝা মনে হয়
জায়ার বাবা-মার ক্ষেত্রে? ঠিক হাসি মুখ, মাছ মাংস নিত্য বাজার হয়
এখানে অর্ধাঅর্ধির হিসেবে লেগে যায় গণ্ডগোল
বাবা-মা যার যার এ নিয়েই সোরগোল
এক্ষেত্রে অর্ধার্ধির সংসারে অর্ধার্ধি কোথায়?
অর্ধ আর অর্ধাঙ্গিনীর যার যার আত্মীয়ের বাসায়,
কিছুদিন দূরত্ব দুজনার কথায়, কাজে, মেলামেশায়
আবার অর্ধার্ধির সংসারে দুজনে অর্ধার্ধি ভালোবাসায়;
তবু ধরে নেই অর্ধাঅর্ধির সংসারে সকলই সমান ভাগ হয়
তবে পত্নীর গুণেই কিন্তু সকল সংসার সুখের হয়,
আর সংসারে ভুলগুলো সকলই পতির রয়।
#কবিতা
২৩ অক্টোবর, ২০২৩
অর্ধাঅর্ধির সংসার
- মোঃ আহসানুল হক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন