শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

বোধের আলো

 বোধের আলো 

 - মোঃ আহসানুল হক 


কি চেয়েছিলাম আর কিই বা পেলাম!

হিসেব কষেছে কে?    

ইচ্ছেগুলো, ইচ্ছের ভেতর যায় লুকিয়ে, 

 

কাঠফাটা রৌদ্দুরে পুড়ছে প্রেমিকের স্বপ্ন 

লু হাওয়ায় ওড়ে না প্রেমিকার দীঘল চুল 

আকাশে নীলের মাঝে জ্বলছে রুপালী সূর্য 

জ্বলছে শরীর, পুড়ছে মন, ভাংছে সব ভুল; 


কিছু কিছু ভুল অন্ধকার আর বোধগুলোতে জ্বলছে আলো   

কাকের ডানায় রোদের ঝিকিমিকি রঙ

দূর থেকে কোকিলের গান, কি ভীষণ লাগে যে ভালো। 


#কবিতা 


বোধের আলো 

 - মোঃ আহসানুল হক 


১৫ই এপ্রিল, ২০২৩ 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন