ছবিতে ছবিতে গল্পের গল্প
- মোঃ আহসানুল হক
প্রতিটি ছবির পেছনে একটা গল্প থাকে। কখনো গল্পগুলো লিখতে ইচ্ছে করে কখনো করে না। কিছু গল্প সুখের কিছু কষ্টের, কিছু হাসি আনন্দের। সবগুলো গল্পেই জড়িত থাকে কিছু অনুভূতি, থাকে কিছু অনুভব। আমি মাঝে মাঝে ছবির পেছনের গল্পটা লিখি। কেউ গল্প পড়ে, কেউ শুধু ছবি দেখে; কেউবা শুধুই ঘুরে যায় ছবি কিংবা গল্পের পাতায়। এদের না গল্প টানে না ছবি। এরা না পাঠক না দর্শক। কেন এরা ম্যাগাজিনের পাতা উল্টায় কিংবা ফেসবুক স্ক্রলিং করে তা এরা নিজেরাও জানে না।
প্রতিটি ছবির ভেতরে একটা গল্প থাকে, কিছু কিছু ছবি তো নিজেই গল্প। কিছু ছবি আবার কবিতার কথা মনে করিয়ে দেয়, কিছু কিছু ছবি নিজেরাই কবিতা। ছবির ভেতরের গল্প গুলো একেকজনের কাছে একেক রকম। ওটা অনুভবের ব্যাপার, অনুভূতির ব্যাপার। যার মন যেভাবে চায় ছবিতে সে সেভাবেই গল্প তৈরি করে কিংবা কবিতা। ওগুলোতে আমার বিশেষ কিছু লিখার দরকার হয় না। তবুও মাঝে মাঝে হয়তো কিছু লিখি কিংবা হয়তো ফাঁকাই রেখে দেই ছবির পাতা। তোমরা নিজেদের মত করে গল্প কিংবা কবিতা বানিয়ে নাও।
প্রতিটি ছবির পরেও একটা গল্প থাকে। পরের গল্প গুলো আমরা কেউ জানি না। আমি হয়তো দেখি একটি পাখি বসে ছিল, ছবি তুলেছিলাম, তারপর উড়ে গেল। পাখিটি কি উড়ে গিয়ে শিকার ধরছিল না কারো শিকার হয়েছিল তা আর আমার জানা হয় না। আমি শুধু দেখি একটি হরিণী অবাক হয়ে তার মায়াবী চোখ তুলে আমার দিকে তাকিয়ে ছিল, তারপর কি মনে হতেই দৌড়ে বনের ভেতর পালিয়ে গেল। সে কি বনের ভেতরে অন্যান্য হরিণের পালের সাথে মিশে গিয়েছিল নাকি বাঘের পেটে গিয়েছিল তা আর আমার জানা হয় না। আসলে ছবির পরের গল্প গুলো নিয়ে কারোরই কখনো চিন্তা করা হয় না। তাই সে গল্পগুলোর কথা সাধারণত লিখাই হয় না।
আচ্ছা এই যে হাবিজাবি লিখে রাখলাম! এগুলা গল্প হলো না কবিতা? আমি নিজেও জানিনা। ছোট গল্পকে কেউ কবিতা ভেবে পড়ে, আবার কবিতাগুলো না বুঝেই গল্পের মত পড়ে যায়। তাতে গল্প কিংবা কবিতার কিছু কি আসে যায়?
আমি গল্প কিংবা কবিতা কিছুই লিখি না।
শুধু অনুভূতির কিছু দাগ ফেলে যাই কাগজে কলমে।
#কবিতা
ছবিতে ছবিতে গল্পের গল্প
- মোঃ আহসানুল হক
০৪ এপ্রিল, ২০২৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন