মানুষের মাঝেই অমানুষ
- মোঃ আহসানুল হক
মানুষের অবয়ব তাদের
দুহাতে খায়, কাজও করে দুহাতে
কেউ কাজ করে উপার্জন করে ভাতের অহ্নেষণে
কেউ একহাতে আঙ্গুলি করে সামনের জনের পেছনে
আরেক হাত নিজের পেছনে সামনে কাউকে না পেলে
এদের মধ্যেই আবার কেউ কেউ সাপের মতোই ছোবল দেয়
স্বার্থে এতটুকু আঘাত হলে
তবে তো এ নিশ্চিত মানুষ, অমানুষের খোলসে;
মানুষের মত অবয়ব
দু পায়ে হাটে, দৌড়োয়
কেউ ছোটে টাকার পেছনে, পেটের অহ্নেষণে
আর কেউ দু পায়ে চলে চার পেয়ে হিংস্র পশুর মত কামড়ায়
কেউ বা
সাপের ছোবল দেয় রেগে গেলে দিগ্বিদিক শূন্য হয়ে
ঠিক তখনই, মানুষের অবয়বে চেনা যায় অমানুষ;
এহেন মানুষ কিংবা অমানুষের বুক চিরে দেখো!
রক্তের রং লাল পাবে, পাবে
বুকের ভেতর হৃদপিণ্ড ধুকপুক ধুকপুক করছে
হৃদপিণ্ড চিরে দেখো সেখানে লাল হৃদয়ে ভালোবাসা পাবে
পাবে স্নেহ মায়া মমতা সবই,
লালের ঠিক পাশেই হৃদয়ের একটা দলা কালো
ওখানে লোভ-লালসা হিংসা, আর কালো ঘিনঘিনে রিপুতে ভরা
প্রতিটা মানুষকেই চিড়লে পাবে মানুষ, পাবে অমানুষ
মানুষের অবয়বে মানুষেরই খোলসে;
আমরা সব সময় মানুষ খুঁজি, নিজে অমানুষ হয়ে
শুদ্ধ মানুষ কোথায় আছে?
বলতে পারো?
#কবিতা
মানুষের মাঝেই অমানুষ
- মোঃ আহসানুল হক
০৮ এপ্রিল, ২০২৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন