শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

মানুষে কি না খায়

 মানুষে কি না খায়

 - মোঃ আহসানুল হক 


মানুষ সবই খায়, নামে সর্বভুক প্রাণী 

আমরা হরেদরে যা খাই, সব কি জানি?  

খাদ্য কিংবা অখাদ্য সামনে যা পাই 

চোখ নাক বন্ধ করে গোগ্রাসে খাই


আজকাল কে আর বাছে হালাল হারাম! 

উদরপূর্তি হলেই হলো, দিয়ে খাদ্যের নাম 

খাদ্য নামে সুদ-ঘুষ মানুষ নির্দ্বিধায় খায়  

ঘুষ কি আমি খাই? আমার হাত চায়;


খেতে খেতে খাদ্য ভাণ্ডার সমাপ্তির শেষে 

দেশ খাওয়া শুরু মানুষের, রাজনীতির বেশে 

রাজনীতি অর্থনীতি সমাজের আর যত নীতি

ঠুকরে সবই খাওয়া, লোভী মানুষের রীতি 


সকল তন্ত্রের দেশের মানুষ ভরপেট খায় 

ক্ষুধিত চেয়ে থাকে সিরিয়া ও গাজায় 

গণতন্ত্রের শিরায় শিরায় স্বৈরাচার সরকার 

রাজতন্ত্রের দেশে তন্ত্র শুধুমাত্র রাজার 


একদিকে টেবিলে সাজানো বিলাসীর প্লেট 

আরেক দিকে ক্ষুধার্তের ক্ষুধিত পেট 

আয়েসি চুমুকে সুরায়, খবরে চোখ যায়     

বিবেকের কাক কি বিবেক ঠোকরায়?   


পোকামাকড় সাপ ব্যাঙ, মানুষ সবই খায়

বাছ বিচার কে আর করে ক্ষুধার যন্ত্রণায়!

ভরা পেটে যখন মানুষ আরও আরও চায়  

টিকটিকিতে দেখে হাসে আর ঠিকঠিকায়


খাদ্য খেতে খেতে আজকাল খাদ্যে অরুচি

মদ ভাং গাঁজার ধোঁয়ায় মুখে আসে রুচি 

নেশার নামে মানুষ নিজের বিবেক চিবায়

টিকটিকির লেজও নাকি নেশাখোরে খায়


টাকা কামড়ে খেতে খেতে বিবেক কামড়ে খায়

স্বার্থ চিবিয়ে খেতে গিয়ে, সম্পর্ক হারায় 

হারাম খেয়ে ভরপেটে, ওড়ায় নীতির ফানুস 

হালাল হলে মানুষে, খেয়ে ফেলতো মানুষ


একদিন খেতে খেতে সব শেষ হয়ে যাবে 

খাদ্য ভাণ্ডার শেষে মানুষে মাটি কামড়ে খাবে 

সব খেলেও মৃত্যুকে, মানুষ কিভাবে খাবে? 

মাটি খেতে খেতে মানুষ, মাটি হয়ে যাবে।


# কবিতা 



১৬ নভেম্বর, ২০২৩ 

 


মানুষে কি না খায়

 - মোঃ আহসানুল হক 


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন