শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

নানা রঙের অনুভব

 নানা রঙের অনুভব

 - মোঃ আহসানুল হক 


সকালের ধুসর আকাশ

নীল আকাশ চুইয়ে নামা, দুঃখ সাদা 

সাদা তো শুভ্র, সবার জানা 

সাদায় আবার দুঃখ থাকে?

বুঝবে, নিজে পেলে; 


দুপুরের রুপালি রোদ

হলুদ পাতায় পিছলে নামে, লাল কষ্ট

লাল রং দেখেছি, কষ্ট বুঝি নি

আমরা কেউই বুঝি না 

নিজে না পেলে;  


বিকেলের লাল রোদ

লালচে হতে হতে, কান্না কালো 

কালো তো অন্ধকার, রাত ঘুমোবার

ওতে আবার কান্না কোথায়?

কে বুঝবে? নিজের না এলে;


ঐ যে সোনালী জ্যোৎস্না! 

আকাশ চিড়ে নামে, অশ্রু কালো 

অশ্রুর রঙ হয়? 

দেখি নি তো! 

দেখবে, নিজের চোখে নামলে;


কিছু রঙ কিছু রঙিন, সাদাকালো অনুভূতিহীন

কিছু সম্পর্ক আর সম্পর্ক ভাঙার কষ্ট 

কিছু অর্থ, অর্থে ডেকে আনা অনর্থ 

কিছু স্বার্থ, স্বার্থে সম্পর্ক নষ্ট 

ছোবল মারে সবাই, সাপের বিষে

পেছন ফিরলেই, সুযোগ করে এসে; 


আকাশ

মেঘ

বৃষ্টি,  

রক্ত 

সম্পর্ক

কান্না,  

কিছু প্রেম, কিছু ভালোবাসা 

কিছু অনুভব, কিছু অনুভূতি 

হলুদ, সবুজ, নীল আর সাদা আলো 

লাল, অশ্রু, ক্ষরণ আর কান্না কালো।  



#কবিতা 


১৬ নভেম্বর, ২০২৩


নানা রঙের অনুভব

 - মোঃ আহসানুল হক 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন