শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

নেশার নেশা

নেশার নেশা

 - মোঃ আহসানুল হক 


কত রকম নেশাই না মানুষের থাকে!

কারও ঘুরে বেরানোর, কারও ছবি তোলার

কারও চুপ করে থাকার, কারও কথা বলার

কারও লোক দেখানোর, কারও কাজ চুপিসারে

কেউ লেখালেখি করে, কেউ পড়াশোনা 

কারও ধর্মকর্মে নেশা, কারও ধর্ম বিরোধিতায় 

কেউ নেশাগ্রস্থ কাজে, কেউ নেশা-দ্রব্যের নেশায়,  

আচ্ছা! নেশার কি কোন উপকার আছে?

তবুও আমরা সবাই ছুটছি নেশার নেশায়;  


সব নেশাই ক্ষতিকর - সবাই কিন্তু জানি

নেশা থেকে দূরে থাকা উচিৎ - কয়জন মানি?  

সিগারেট থেকে শুরু ধোঁয়ার নেশা

তারপর গাঁজা থেকে কোকেন হেরোইন

মদ ভাং হাড়িয়া, চরস আফিম 

টিকটিকির লেজেও নাকি নেশা রয়  

সাপ বিচ্ছুর কামড়েও কেউ নেশাগ্রস্থ হয়

সাদা পাউডারের কত রকম যে কত কি? 

গাঁজার নেশায় নেশাখোরদের অপ্রকৃতস্থ হাসি! 

লাল নীল ট্যাবলেট কাশির ঔষধ 

নেশাগ্রস্থের শত পদ - বাবা-মায়ের বিপদ;  


সাদা পাউডার বলতেই মনে পড়লো - সাদা বিষ 

পরিমাণে খেলে উপকার, অতিরিক্ত হলেই বিষ

আমি খাদ্যের কথা বলছি, এটা একটা ধাঁধা    

কি বলতে পারলে না তো! 

লবণ চিনি ভাতের দানা, সবই তো সাদা 

তাই না?

তিলে তিলে চিনির দলা রক্তের শর্করা 

তিলে তিলে বহুমূত্র, তিলে তিলে মৃত্যু 

এটাও এক প্রকার নেশা, তাই না? 


কিছু নেশা খাদ্যে কিছু খাদ্যাভ্যাসে 


কিছু নেশা ঢুকে যায় রক্তে 

নেশার সামগ্রীতে 

নেশার মধ্যে সবচেয়ে খারাপ - টাকার নেশা  

খারাপ রিপুর নেশা 

স্বার্থের কিছু নেশা আছে আছে লোভের 

স্বার্থ-হানিতে মন বীতশ্রদ্ধ ক্ষোভের 

টাকার নেশা যার রক্তে তার অন্য আর কোন নেশা লাগে না 

টাকার নেশায় বিকোয় মনুষ্যত্ব, বিকোয় রক্ত, বিকোয় সম্পর্ক; 


দিনের কিছু নেশা আছে - জেগে থাকার 

রাতের নেশা - ঘুম আসার 

পড়ুয়ার নেশা - বইয়ে 

ধর্মের নেশা - ধর্মকর্মে

মনুষ্যত্বের নেশা - ভালো কর্মে 

অমানুষের নেশা - খারাপ কাজে 

নেশাখোরের নেশা - নেশার নেশায়;  


কলমেরও কিছু নেশা আছে 


তাইতো এখনো সাহিত্য হয় - কলমের আঁচরে। 


#কবিতা 


০৬ নভেম্বর, ২০২৩ 


নেশার নেশা

 - মোঃ আহসানুল হক 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন