শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

টাকায় সুখ, টাকার অসুখ

টাকায় সুখ, টাকার অসুখ  

 - আহসানুল হক 


ঐ যে ঐ ছেলেটাকে দেখছ? 

মনে করে নিলাম তার নাম 'টাকা'

 - ওর আসলেও অনেক অনেক টাকা

   ব্যাংকে কত টাকা পড়ে আছে তা সে নিজেও জানে না 

   তবে তার কোন সময় নেই, ব্যস্ততা খেয়ে ফেলেছে তার সমস্ত সময়; কিংবা টাকা 

   সময় নেই নিজের জন্য, সময় নেই টাকা উপভোগ করার জন্য

   কি জানি এক অজানা তাড়নার হাতছানিতে ছুটছে শুধু টাকা উপার্জনের জন্য

   টাকাতেই তার সুখ, টাকা নামক এক অসুখ;


  

ঐ যে ঐ ছেলেটাকে দেখছ? 

মনে করে নিলাম তার নাম 'সময়'

 - ওর কাছে টাকা নেই আছে সময়ানুবর্তীতা 

   আছে নিয়ম শৃঙ্খলা নামক এক জীবন বিধান 

   মাস শেষে খেয়ে-পড়ে ব্যাংকে সঞ্চয় করার মত খুব বেশি কিছু থাকে না 

   তবে সময় তার কাছে খুব মূল্যবান, তাই সমভাবে ভাগ করে দেয় নিজেকে ও পরিজনকে

   আছে সীমিত আয়ের মধ্যে জীবন'কে ভোগ করার মানসিকতা; 


'টাকা' নামক ছেলেটার টাকা আছে 

টাকার আছে অনেক ক্ষমতা

ইচ্ছে করলেই বস্তুগত সবকিছু কিনে নিতে পারে

সুখ কিনতে পারে কি? স্বস্তি? মানসিক শান্তি? 

না, টাকার পাহাড়ের চুড়ায় বসেও সুখ নামক অচিন পাখিটাকে ধরতে পারে না

ছুঁতে পারে না শান্তি নামক টলটলে জলাধার 

স্বস্তির বাতাস কিনতে পারে না রাশি রাশি টাকা দিয়ে 

কিনতে পারে না রাতের ঘুম

টাকা টাকা করে টাকাই আপন হয়েছে - আপন হয় নি কোন মানুষ

ভাতের থালা নিয়ে অপেক্ষা করার মত নেই কেউ 

টাকা টাকা করে গড়া হয় নি সংসার,

আচ্ছা! তোমরা বলতে পারবে? 

 - এই টাকা দিয়ে কি হবে? 

 - এত টাকার কোথায় হয় দরকার?  


অন্যদিকে ঐ যে ছেলেটা! কি জানি নাম? ও হ্যাঁ 'সময়', 

তার টাকার অভাব রয়েছে, অভাব নেই পরিজনের

অভাব নেই স্বস্তির, শান্তির, সুখের 

সারাদিনের কাজের শেষে ঘরে অপেক্ষা করে পরিবার, সন্তান 

তাদের মুখের দিকে চেয়ে ভুলে যায় কাজের ক্লান্তি, মনে চলে আসে এক অনাবিল প্রশান্তি

রাতে পরিবারের সাথে হাসি গল্পে সময় কাটিয়ে স্ত্রী'কে জড়িয়ে ধরে শান্তির ঘুম

এক ঘুমে রাত পার

তোমরা বলতে পারো? 

 - সুখী হতে হলে মাত্রাধিক টাকার কি দরকার?



#কবিতা 


টাকায় সুখ, টাকার অসুখ  

 - আহসানুল হক 


১৭ মার্চ, ২০২৩ 



      

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন