শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

অঙ্গাঙ্গী

 অঙ্গাঙ্গী 

 - মোঃ আহসানুল হক


প্রেমে দুজন মিলে - প্রেম-সঙ্গী

অংগ অংগে মিলে - অঙ্গাঙ্গী 

প্রেম অনুভূতি এলে, মন উঠে হেসে 

কাম একটা অনুভব,  প্রেমের শেষে;


প্রেমে অংগ হাসে অংগের ছোঁয়ায়

কামে অংগ অংগে মিশে অংগ হারায় 

প্রেমে পূর্ণতা আসে, কাম কামনায় 

অংগ অংগ বিচ্ছেদে, প্রেম কাঁদায়; 


তোমরা শুধুশুধুই বলও - প্রেম স্বৈর্গিক

মানো আর না মানো - প্রেম জৈবিক। 


২৮ নভেম্বর,  ২০২৩ 


অঙ্গাঙ্গী 

 - মোঃ আহসানুল হক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন