শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

ভালোবাসা শরীর নয়

 ভালোবাসা শরীর নয় 

 - মোঃ আহসানুল হক 


এই যে নারী পুরুষের প্রেম!

 

এই যে চারিদিক ভালোবাসার ছড়াছড়ি! 

এই যে যৌবন আসতে না আসতে 

 - বিপরীত লিঙ্গের প্রতি মজে যাওয়া!


প্রেমের নৌকা ভাসিয়ে মন কোকিলের কুহু কুহু ডাক

 

প্রেমের ভাঙ্গনে রোনাজারি, হা হুতাশ 

 

আর বিচ্ছেদের কবিতায় কলমে কাগজ ভরি! 

কেন?

 


নারী আর পুরুষের পরস্পরের প্রতি টান

 

সে তো আছেই, 

থাকবেই

তারপর?


টানটা কি শুধুই মনে মনে?

তবে শরীরে শরীর কেন টানে? 


শুনেছি ভালোবাসা নাকি পবিত্র

 

প্রেম মধুর

 

ওগুলো তো মনের ব্যাপার - মনে, মনের আকর্ষণ

 

শুধুই কি তাই?

  


তবে ওই যে ছুঁয়ে ছুঁয়ে থাকার বাসনা?


চোখে চোখ থেকে ঠোঁটে ঠোঁট নামা!

 

হাতে হাতে স্পর্শ থেকে জড়াজড়ি!

 

শরীর শরীরকে টানে বিছানা?


 


তাহলে ভালোবাসা কি শরীর?

 

বড্ড ভালগার হয়ে গেল না?


আচ্ছা! প্রেম কি তবে শরীর? 

উঁহু! ওটাও তো ঠিক মানতে পারি না; 


ওই যে বুড়া বুড়ি!

 ওদের'কে দেখো  

 - একজন না খেলে আরেকজন অপেক্ষায় পথ চেয়ে থাকে!

 

 - একজনের ঘুম না এলে আরেকজন মাথায় হাত বুলোতে থাকে! 

 - একজনের অসুখে আরেকজন সারারাত জাগে! 

 - একজন ব্যথা পেলে আরেকজন কাঁদে! 

ওদের তো যৌবন নেই, নেই শারীরিক চাহিদা

 

তবুও সারারাত জড়াজড়ি শুয়ে থাকে পরস্পরকে ছুঁয়ে, 

ওদের দেখলেই বোঝা যায় একজনের জন্য আরেকজনের কি অপার টান!

ওদের দেখলেই মনে হয়, হ্যাঁ! এদের জন্যই রচিত সব ভালোবাসার গান;  


তাহলে তো ভালোবাসা শরীর নয়!

 

তবে কি জীবনের এক এক অবস্থার ভালোবাসা এক এক রকম হয়?


#কবিতা 


ভালোবাসা শরীর নয় 

 - মোঃ আহসানুল হক 


০৯ মে, ২০২৩ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন