শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

ব্যবহারে ব্যবহৃত

ব্যবহারে ব্যবহৃত 

 - মোঃ আহসানুল হক 


কিছু কিছু মানুষ ব্যবহার করে 

কিছু কিছু মানুষ হয় ব্যবহৃত, 

যারা ব্যবহার করে, অনেক বেশি কিছু কি জিতে যায়?  

যারা ব্যবহৃত হয়, তারাও কি খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়? 


ব্যবহার করতে করতে কোন একটা সময় 

ব্যবহারকারীর মুখোশ উন্মোচিত হয়

অথচ তারা ভাবে, তাদের হয়েছে জয়

আমি দেখি জয়ী মানুষগুলোর মিথ্যে অহংকার আর পরাজিত মুখ; 


ব্যবহৃত হতে হতে মানুষ একটা সময় 

তারাও ব্যবহারকারীকে চিনেই যায় 

অথচ তারা কিছুই হয় নি, এমনটাই ভাব দেখায় 

আমি দেখি পরাজিত মানুষগুলোর বিজেতার হাসিমুখ; 


যারা বিশ্বাস করে আপাতদৃষ্টিতে ঠকলেও তারা আদতে ঠকে না

ওরা আসলে খুব একটা পরাজিত নয়

ঠকার আনন্দে হাসতে পারার মতো সাহস যাদের আছে 

তারা কিভাবে পরাজিত হয়? 


যারা বিশ্বাস ভঙ্গ করে, আপাত দৃষ্টিতে হয়তো তাদের জয়ী মনে হয় 

তারা আসলে খুব একটা জেতে না

জয় কিংবা পরাজয়, কোনটাই চিরস্থায়ী নয়

সত্যের চিরকাল হতেই হয় জয়। 


#কবিতা 


ব্যবহারে ব্যবহৃত 

 - মোঃ আহসানুল হক 



২৭ এপ্রিল, ২০২৩ 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন