উত্তর আমিই জানি
- মোঃ আহসানুল হক
কাল আসবে কিনা কেউ জানে না
না তুমি, না আমি কিংবা অন্য কেউ;
আগামীকালের কথা যিনি জানেন, উনি তোমার চিন্তায় হাসেন
যদি ঘুম ভেঙ্গে কালকের সকাল দেখো তবে তুমি ভাগ্যবান
যদি আজ রাতটাই শেষ রাত হয়, তবে খুব একটা আফসোস করো না
জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত যতটুকু পেয়েছ! সেটুকুই তোমার ভাগ্যে ছিল
কেউ একজন লিখে রেখেছেন আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ;
কালকের সকালটা যদি তুমি না দেখো
তাহলে তুমি কোথাও এক জায়গায় ঘুমিয়ে আছো,
মজার ব্যাপার হচ্ছে যেখানে ঘুমিয়ে আছো
সেখান থেকে এসে বলে যেতে পারবে না তোমার সেখানকার অবস্থান
তুমি কি অবস্থায় আছো,
সেখানকার দিনগুলো কেমন, রাতগুলো কেমন
ওই জগৎটাই বা দেখতে
কেমন;
এ জগতের ভালো কর্মফলের প্রতিদান, সে জগতের শান্তির ঘুম হতেই পারে
কিংবা সে জগৎটা দুর্বিষহ হতে পারে এ জগতের খারাপ কাজ গুলোর প্রতিদান
আমরা জানি সে সে জগৎ সম্পর্কে
শুধু বিশ্বাসীরা বিশ্বাস করে সে জগৎ অবশ্যই আছে;
ঘুমানোর আগে প্রায়শই চেষ্টা করি একটু পেছনে ফিরে তাকাতে
একবার মনের আয়নায় নিজেকে দেখতে
মাঝেমাঝে নিজের সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করি
- ওহে মানব! তোমার পাপ পুণ্যের হিসেব কি?
উত্তরটা আমার ভেতরের মানুষটা থেকে আর কে ভালো জানে!
#হিবিজিবি_চিন্তা
উত্তর আমিই জানি
- মোঃ আহসানুল হক
০৪ অক্টোবর, ২০২৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন