শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

ছেলেদের অভিমান

 ছেলেদের অভিমান 

 - আহসানুল হক


কখনো কখনো আমারও অভিমান হয়

যখন কথা কইতে গেলে তুই কাজের ব্যস্ততায়,


কখনো কখনো আমারও অভিমান হয়

যখন প্রেম করতে গেলে তোর মন অন্য কোথাও,


কখনো কখনো আমারও অভিমান হয়

যখন চুমু খেতে গেলে তুই মুখ ঘুরিয়ে রাখিস,


কখনো কখনো আমারও অভিমান হয়

যখন আদর করতে গেলে তুই ঘুমিয়ে পরিস, 


অভিমান হয় তোকে পাশে না পেলে

অভিমান হয় তুই অন্য কাজে ব্যস্ত হলে

অভিমান হয় তুই জড়িয়ে ধরে না শুলে 

অভিমান হয় ইচ্ছে হলেও তোকে না পেলে,

 

অভিমান হয় সকালে, দুপুরে ও বিকেলে

অভিমান হয় সূর্যোদয় ও সূর্যাস্তে

অভিমান হয় অমাবস্যা ও পূর্ণিমায়

অভিমান হয় তোর ভালোবাসা আর না বাসায়,


স্পর্শের বাইরে কিছু অভিমান থাকে 

অভিমান থাকে স্পর্শের ভেতর থেকে 

ভালবাসলেই অভিমান চলে আসে 

ভালোবাসাতেই অভিমান লুকিয়ে থাকে, 


ছেলেদেরও অভিমান হয়,

শুধু ব্যক্ত করা হয় না; 


ছেলেদের অব্যক্ত অভিমানের বহিঃপ্রকাশ রাগে 

মেয়েদের কান্নায়।  



# কবিতা


০২ ফেব্রুয়ারি, ২০২৩ 


ছেলেদের অভিমান 

 - আহসানুল হক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন