শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

কাপড় তিন টুকরো সাদা

 কাপড় তিন টুকরো সাদা

 - মোঃ আহসানুল হক 


আগে মৃত্যুর খবর পেতে অনেক দেরি হতো;  

কোন একটা সময় ছিল টেলিগ্রাম এর যুগ

টেলিগ্রাম হাতে পৌঁছানোর সময়টাতে দাফন হয়ে যেত 

তারপর টেলিফোনের 

অন্তত সময়মত টেলিফোন পেলে দাফন টা ধরা যেত

তারপর এলো মোবাইলের যুগ

মোবাইল এখন হাতে হাতে ঘরে ঘরে 

খারাপ সংবাদ বাতাসের আগে ছোটে

আর এখনকার ভার্চুয়াল যুগে হসপিটাল যেতে যেতে 

আত্মীয়-স্বজনরা পৌঁছে যায় রোগীর আগে;


আজকাল ভার্চুয়াল ঢুকতেই ভয় লাগে

প্রতিদিন একটা, দুটো, তিনটা মৃত্যু সংবাদ পেতেই থাকি

রক্তের সম্পর্কের কারও চলে গেলে কষ্ট তো লাগেই 

তবে থমকে যাওয়া, চমকে ওঠা কষ্ট লাগে বন্ধুবান্ধবরা চলে গেলে, 

এরা তো আমারই সমবয়সী

এদের এক একজনের মৃত্যু সংবাদ শুনি  

আয়নায় নিজেকে দেখি আর

 দীর্ঘ শ্বাস ফেলে ভাবি  

আমার সিরিয়াল আসলো বুঝি

মৃত্যু অবশ্যম্ভাবী;  


আচ্ছা! সাথে নিয়ে যাব কি?

- কাপড় মাত্র তিন টুকরো সাদা

তবে এত যে জমালাম?

- আমি বোকার হদ্দ হাঁদা; 


এই যে বোধোদয়!

আগে মনে আসলে কি ক্ষতি হতো? 

এই যে এত এত কামিয়েছি পাপ! 

হয়তো কিছুটা কমতি হতো। 


#কবিতা 


কাপড় তিন টুকরো সাদা

 - মোঃ আহসানুল হক 


০২ এপ্রিল, ২০২৩ 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন