বিশালতা আছে সাগরের
আছে উত্তাল ঢেউ
ঝড় ঝঞ্ঝা
সাগরে না আসলে জানবে না কেউ;
সাগরের আছে নীরবতা
আর ঢেউয়ের নিস্তব্ধ গুমরে ওঠা
বালিয়াড়িতে আছড়ে পড়া
সাগরে না আসলে বুঝবে কি করে তার ব্যথা?
দিনের সাগর দেখেছ তোমরা নীল নীল
সফেদ ঢেউয়ের ফেনা
রাতের আয়নায় তাকাও
দেখতে পাবে মনের আবর্জনা;
রাতের সাগর কালো, আকাশে মিটিমিটি তারা
মনের আকাশের রং, রাতে দেখেছ কখনো?
রঙধনু রঙের মানুষ, যেদিকে চোখ যায়
আমি কাল হয়ে তাকিয়ে রাতের অন্ধকার তারায়।
#হিবিজিবি
অন্ধকার তারায়
- মোঃ আহসানুল হক
০৭ ডিসেম্বর , ২০২৩
মায়ামি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন