রক্ত
রক্ত
অনেক রক্ত ............
- কার?
মানুষের
- কোথায়?
পথে পথে
- কিভাবে?
এই চুপ, জিজ্ঞেস করতে হয় না;
অধিকার!!!!
- খাওয়ার
- পরার
- বাসস্থানের
- চিকিৎসার
- কথা বলার
- বেঁচে থাকার ............
- কার?
মানুষের
- কোথায়?
আমার দেশে
- কিভাবে?
জানি না;
আমি খেতে পাই না
পড়তে পারি না
- মূল্যবৃদ্ধি
বাসস্থান
- সাধ্যের বাইরে
আমি কথা বলতে পারি না
- ভয়ে
আমি মাথা উঁচু করে চলতে পারি না
- ভয়ে
আমি চিৎকার করে কাঁদতে পারি না
- ভয়ে
কোথায়?
- আমার দেশে
কেন?
- বলা যাবে না
কেন বলা যাবে না
- ভয়ে;
ভয় আমার রন্ধ্রে রন্ধ্রে
ভয় আমার আত্মার ভেতরে
ভয় চারিদিকে, চারিদিকে
কেন?
- যদি গুম হয়ে যাই!
- যদি মেরে ফেলে!!
নাহ! আর আমি আর কিছুই বলব না
আমার বড্ড ভয় লাগে........................
#হিবিজিবি_হাবিজাবি
ভয়
- মোঃ আহসানুল হক
২০ জুলাই, ২০২৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন