বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

নীরবতার কথা

 নীরবতাও কথা বলে অব্যক্ত ভাষায় 


আমার নিস্তব্ধতায় মিশে নৈঃশব্দ্যের ঠোঁট 

প্রহর ঘুমায় নির্লিপ্ততার শব্দে 

প্রকৃতিতে এগোয় সময়ের প্রহর; 




পথের ধারে গাছেরা দাঁড়িয়ে নীরবে


পাখিরাও চুপ হয়ে শোনে স্তব্ধতার গান


নদীর ঢেউয়ে নীরবতার বয়ে যায় 


নদী-পাড়ে তালগাছের এক পায়ে ধ্যান; 



বাবুই বাসা বেঁধেছিল নারিকেল ডালে

অনাগত সন্তানের আবাসস্থল  

কিছু তঞ্চক মানুষের দল 

বাসাগুলো নিস্তব্ধ ভাসছে বাতাসে; 


শব্দেরা ভাষা হারায় নিস্তব্ধতার মাঝে  

না বলা কথায় অনেক কিছুই বলে


যাদের বোঝার তারা কি বোঝে?

পাড় ভাঙে ঢেউয়ের কুলকুল শব্দ;   


কিছু কথা রাতের অন্ধকারে ওড়াই  

চাঁদের আলোয় ভাসে নীরবতার মায়া


তারাদের ফিসফিসানি অদৃশ্য কথায়

পথ খুঁজে পায় বাদুর, নৈঃশব্দতার শব্দে; 


কিছু কথা ঢেকে রাখি ভোরের অপেক্ষায় 

আকাশের লালিমায় গলা মেলায় পাখি 

বন হরিণের পদচারণায় নিস্তব্ধতা ভাঙে 

জেগে উঠি আমি, পাখিদের কলকাকলি।


#রাতের_হিবিজিবি_গল্প 



নীরবতার কথা 

 - মোঃ আহসানুল হক 


০১ জুন, ২০২৪ 




  




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন