বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

টাকার টাকা


আজকাল মানুষের জীবনের প্রধান লক্ষ্য 

 - টাকা উপার্জন,  

অনেক অনেক টাকা

অঢেল ব্যাঙ্ক ব্যাল্যান্স 

বেশুমার সম্পত্তির পাহাড়; 


টাকা উপার্জনের কোন হারাম হালাল নেই

চিন্তা নেই সৎ কিংবা অসৎ পন্থার 

যে কোন উপায়ে টাকা এলেই হল 

হারাম হালালের বাছবিচার তো ধর্মানুসারীদের 

মানুষ তো টাকার কাছে ধর্ম বিকিয়েছে কবেই

বিকিয়েছে বিবেক, বিকিয়েছে মনুষ্যত্ব বোধ

এখন শুধু টাকা আর টাকা

টাকা ছাড়া যেন জীবনটাই ফাঁকা;    


আজকাল কে না টাকা খায়! 

টাকা খায় সরকারি দপ্তরের চেয়ার টেবিল

প্রতিটা ফাইল, ফাইলের পাতায় পাতায় প্রতিটা দস্তখত

আর টেবিলের ওপাশে দস্তখত দাতা মানুষগুলো?

আরে নাহ! ওরা দরবেশ সমতুল্য

এরা ধর্মকর্ম খুব মানে!  

সনাতন ধর্মীরা সকালে পুজো দিয়ে এসে

বিকেলের প্রসাদ সংগ্রহ করে টেবিলের ড্রয়ারে

আর বাকিরা নামাজ শেষ করে 

টুপি পেতে দেয় টেবিলের খোলা ড্রয়ারে

ওহে ম্যাংগো মানুষ!

ফাইলে সাইন চাইলে ড্রয়ারে কিছু দিয়ে যান,

আমি মাঝেমাঝে ভাবি টেবিলের ওপাশে বসা লোকগুলো 

কি অসম সাহসে ভিক্ষা করে সরকারি দপ্তরে!


আর বেসরকারি অফিস আদালত!

ওখানে টাকার বদলে ওখানে টন টন ঘি চলে 

প্রত্যেকটা মানুষ সকালে হাত ভরে ঘি মেখে আসে

সারাদিন বসের পেছনে ঘি ডলে 

যার ঘি যত খাটি কিংবা পরিমাণে বেশি 

এখানে তারই কর্তৃত্ব চলে

আর যারা ঘি ঢালতে জানে না তারা পেছন পড়ে থাকে;


টাকায় কি না হয়!

টাকাতেই আজকাল মানুষের মর্যাদা নির্ণয়,

আর নিজেদের সম্পদ দেখানোর নেশা - আদতে রিয়া

বোঝে ক'জনা? 


আরে তুমি এগুলো নিয়ে খোঁচাখুঁচি করো না তো!

একটু বয়স হলে না হয় নিজেকে সুদ্ধ করে নেব 

 - হজ্জ করে নামাজ ধরে

বিবেকের সমর্পণ তওবা করে কাবা ঘরে,


ওহে মানুষ! 

ওখানে যেতে হয় হালাল উপার্জনে। 


আরে ধ্যাত! তুমি কিছু জানো না

শুধু শুধুই উপদেশ দিতে এসো না,  

হালাল হারাম - টাকার গায়ে কোথায় লেখা থাকে?

টাকা তো টাকাই 

কাগজের নোট

আহ! কি সুগন্ধ!

টাকার গন্ধের চেয়ে মধুর গন্ধ আর কি আছে?

টাকাই টাকা 

আমার টাকার টাকা। 



#হিবিজিবি_হাবিজাবি 


টাকার টাকা 

 - মোঃ আহসানুল হক 



১২ মে, ২০২৪ 




 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন