যখন আমি তোর থেকে অনেক দূরে
যখন আমি কোন এক ভিন্ন শহরে
ঠিক তখন
ঠিক তখনই
মন তোকে স্পর্শ করতেই পূবাকাশে সূর্য
স্বপ্ন তোকে ছুঁয়ে দিতেই মন জ্যোৎস্না
আর হাত বাড়িয়ে হাত স্পর্শ করতে যেতেই মন অন্ধকার
আমি মন খারাপের থই থই জলে ভাসছি, ডুবছি;
স্বপ্ন আকাশে যতই পূর্ণিমা থাকুক না কেন
- তুই না থাকলে পৃথিবীর আকাশ অন্ধকার
স্বপ্নের সাগরে যতই রূপালি মাছের ঝাঁক ভেসে বেড়াক
- তুই ছাড়া আমার সাগরে ডুবে যাওয়া অন্ধকার
আর রাত হলেই চারিদিকে উথাল পাথাল কান্না
নোনা বেড়ে যায় সাগরে
চোখের জলে ভাসে কান্না ডিঙা
ডুবে যায় চাঁদ, ডোবে পূর্ণিমা;
কত প্রেমিকের আহাজারি একটু স্পর্শ করার - প্রিয়তমার চিবুক,
ঠোঁটের কান্না - ঠোঁটে ঠোঁট মেলার
স্পর্শের আকুলতা - শরীরের স্পর্শ পাওয়ার
আমি সূর্যোদয়ের লালাভ আলোতে প্রেমিক প্রেমিকার আকুলতা দেখি প্রেমহীন বোবা চোখে তাকিয়ে
মনের ভেতর ফেলে মন যাচি কোথাও যদি একটু ভালোবাসার চাঁদের উঁকি দেখা যায়
মনের আয়নায় মন ফেলে যতই দূরবীন চোখে প্রেম খুঁজি ওখানে শুধুই একটিই তুই নামের তারা
হয়তো ওটাই প্রেম
ওটাই ভালোবাসা
ওটাই চাঁদ
ওটাই সূর্য
- আমার জীবনে;
একাকী স্পর্শ মানেই বিভ্রান্তি - আকাঙ্ক্ষা তোকে ছুঁয়ে দেয়ার,
ছোঁয়া একটা অনুভব - তোকে কাছে পাওয়ার,
তুই পাশে থাকলেই তোর চুলের গন্ধে চরাচরে নবান্নের ঘ্রাণ ছড়িয়ে পড়ে
স্পর্শ যেন এক জাদু - তোকে ছুঁয়ে আলো ছোঁয়ার,
তোর থেকে দূরে - অনুভবে অন্ধকার;
প্রতিটি স্পর্শ ভিন্ন - ভিন্ন প্রতিটা প্রেমিকের মন
অনুভব আর অনুভূতি
তাইতো কেউ শরীর স্পর্শে ভালোবাসে
আর কেউ মন ছুঁয়ে ছুঁয়ে।
#কবিতা
স্পর্শে অনুভব
- মোঃ আহসানুল হক
১০ ডিসেম্বর, ২০২৩
বাহামা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন