আজকাল প্রেম ভালোবাসার কথা লিখতেই আমার বড্ড ভয়
প্রেম লিখতে গিয়ে যদি আবার প্রেমে পড়ে যাই!
ভালোবাসা আঁকতে গিয়ে আবার যদি ভালবেসে ফেলি!
তবুও লেখার মধ্যে প্রায়শই প্রেম ভালোবাসা এসেই যায়
আর প্রেমের কথা আসলেই 'তুই'
ভালোবাসার কথা ভাবলেই 'তুই'
কাগজে হিবিজিবি আঁচড় কাটি
প্রেম আঁকি, ভালবাসা আঁকি তারপর কেউ দেখে ফেলার আগেই
সব মুছে দেই চটজলদি
মনের মাঝে তোলপাড় তোর মুখচ্ছবি
আর আমি হাতে নিয়ে বসে থাকি ভালোবাসার রং তুলি,
বড্ড ভয় হয় সাদা ক্যানভাসটায় দাগ দিতে;
ওই দেখ আকাশে এত বড় চাঁদ
আমি অন্ধকারে
আর তুই নদী
মনের মাঝে তোলপাড় হিবিজিবি
চাঁদ হাসে আর তুই বয়ে যাস নিরবধি
আমি রং-তুলি হাতে আর সাদা ক্যানভাসটায় দেখি তোর ছবি;
যেদিন চাঁদ ঢুকে পড়বে অমাবস্যার জরায়ুতে
সেদিন চারিদিক ঘন অন্ধকার হবে
তুই বয়ে চলবি অন্ধকারের নদী
সেদিন আমি নৌকো হব
কালো মিশমিশে তালের নৌকো, আলকাতরায় মোড়ানো
তোর বুকে বাইবো ভালোবাসার বৈঠা
তারপর সাদা ক্যানভাসে ভালোবাসার ঝড় উঠবে
সেদিন আর ভয় লাগবে না প্রেম লিখতে
সেদিন আর ভয় পাবো না ভালোবাসা আঁকতে
সাদা ক্যানভাসে, ভালোবাসার রং-তুলিতে।
#হিবিজিবি_রাতের_হাবিজাবি
ভালোবাসার রং-তুলি
- মোঃ আহসানুল হক
১৮ নভেম্বর, ২০২৪
সুন্দরবন, ওয়েস্ট বেঙ্গল
ইন্ডিয়া
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন