বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

ভালো নেই

 মাঝে মাঝে পাহাড়ের শব্দ শুনি

মাঝে মধ্যে সাগরের 

মাঝে মাঝে জংগলের 

মাঝে মধ্যে বাতাসের

অথচ মানুষের কথা শোনার জন্য উন্মুখ হয়ে থাকি, যখন একা থাকি

সব মানুষের না কিন্তু,  বিশেষ কোন এক মানুষের

আচ্ছা! কতদিন তুই কবিতা শোনাস না? 

কতদিন শুনাস নি গান?  

ভালোবাসি কথাটি কতদিন বলিস নি আমার কানে? 

মনে আছে তোর? 


আমি প্রায়:শই আমার চারিপাশে নানাবিধ শব্দের গুঞ্জন শুনি 

ওগুলোর ভেতরে খুব প্রিয় মানুষের  কণ্ঠস্বর খুঁজে পাইনা 

তখন শব্দ গুঞ্জন গুলোকে শব্দ দূষণ মনে হয়,

মাঝে মাঝে অনেক দূর থেকে ভেসে আসা কিছু পরিচিত শব্দেরা মনের অনেক ভেতরে তোলপাড় তোলে 

অথচ প্রিয় কণ্ঠ ছাড়া কানের খুব কাছে শব্দের কোলাহলও ভেতরে কেন জানি অনুরণন জাগায় না, 

মাঝেমধ্যে আশেপাশের মানুষগুলো চিৎকার করে জানতে চায় - কেমন আছ? 

আমার দায়সারা নির্লিপ্ত 'ভালো আছি' 

 - কি উত্তর দিলাম, কেন দিলাম;  বোঝে কি কেউ?


আমি একটা ফিসফিসানি কণ্ঠের অপেক্ষায় নির্ঘুম রাত কাটিয়ে যাই 

খুব আদর করে কেউ জিজ্ঞাসা করবে - আচ্ছা! কেমন আছিস রে তুই? ভালো তো? 

আমি সেদিন চিৎকার করে তোর বুকে ঝাঁপিয়ে পড়ে উত্তর দিব 

 - ভালো নেই, ভালো নেই, আমি একটুও ভালো নেই; 


 - তোকে ছাড়া ভালো থাকি কিভাবে?


#কবিতা 


ভালো নেই 

 - মোঃ আহসানুল হক 


০৭ জানুয়ারি,  ২০২৪ 

মন্ট্রিয়ল 

কানাডা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন